আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেট হিসেবে হ্যাটট্রিক করেছেন ফারিহা তৃষ্ণা।
আজ মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার ইনিংসের শেষ ৩ বলে ৩ উইকেট শিকার করে এই কীর্তি গড়েন ফারিহা।
ইনিংসের ২০ তম ওভারে অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যালিশে পেরি, মলিনেক্স ও বেথ মুনিকে তুলে নেন ফারিহা। এদিন ৪ ওভার বল করে ১৯ রান খরচায় মোট ৪ উইকেট শিকার করেন তিনি। বাকি উইকেটটি প্রবি লিচফিল্ডের।
এই ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৬১ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করছে বাংলাদেশ। এছাড়া প্রথম ম্যাচে বাংলাদেশকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অসিরা।
ক্রিকেটবিশ্বের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে দুটি হ্যাটট্রিক করলেন ফারিহা। এর আগে মালয়েশিয়ার বিপক্ষে একটি হ্যাটট্রিক আছে তার। ফারিহা ছাড়া কেবল আর এক বাংলাদেশির হ্যাটট্রিক রয়েছে, তিনি ফাহিমা খাতুন।