রাজধানীর কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুর এলাকা থেকে টিসিবির পণ্য খেজুর অবৈধভাবে মজুত করে কালোবাজারে বিক্রির অভিযোগে ডিলারসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ২ জন হলেন, মো. ইউসুফ ও মো. সেলিম মিয়া। তাদের কাছ থেকে টিসিবির ১০০ কেজি খেজুর উদ্ধার করা হয়।
বুধবার (২ এপ্রিল) কামরাঙ্গীরচর থানাধীন পশ্চিম রসুলপুর এলাকার কামরুল ইসলাম কমিউনিটি সেন্টার সংলগ্ন রাকিব বোর্ডিং স্টোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা জানিয়েছেন এ তথ্য।
তিনি জানান, গ্রেফতার সেলিম সরকারিভাবে টিসিবির মুদি পণ্য বিতরণের একজন ডিলার। কিন্তু সেলিম সরকারি নিয়ম ভেঙে বেশি লাভের আশায় ইউছুফের যোগসাজসে ও সহায়তায় টিসিবি পণ্য অবৈধভাবে মজুত রাখেন।
গ্রেফতারদের কামরাঙ্গীরচর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলার পর আদালতে পাঠানো হয়েছে।