বৃহস্পতিবার , ২ মে ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

খালেদা জিয়ার বিষয়ে যা বললেন ডা. জাহিদ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মে ২, ২০২৪ ৪:০২ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করে তার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক বোর্ডের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার আরও পরীক্ষা করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।

বুধবার দিনগত রাত পৌনে ১টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে অপেক্ষারত সাংবাদিকদের জাহিদ এসব কথা বলেন। মেডিকেল বোর্ডের সদস্যরা আবারও খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন বলেও জানান তিনি।

সূত্রমতে, রাত সাড়ে ১০টার দিকে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জোবায়দা রহমান। মেডিকেল বোর্ডের অন্য সদস্যদের মধ্যে শাহাবুদ্দিন তালুকদার, নুর উদ্দিন আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, জাফর ইকবাল, শামস মনোয়ার, এফ এম সিদ্দিক এবং বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সভায় ছিলেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

এর আগে সর্বশেষ গত ৩০ মার্চ খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের রেখে চিকিৎসা দেওয়া হয়েছিল। তিনদিন পর শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তিনি বাসায় ফিরেছিলেন।

সর্বশেষ - সারাদেশ