শনিবার , ৪ মে ২০২৪ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

৪০ ডিগ্রির নিচে নামলো তাপমাত্রা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মে ৪, ২০২৪ ২:৪৭ অপরাহ্ণ

কয়েক ডিগ্রি কমে ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলো দিনের তাপমাত্রা। অতি তীব্রের পর দূর হলো তীব্র তাপপ্রবাহ। তাপপ্রবাহের তীব্রতা ও আওতা কমে শনিবার (৪ মে) দেশের চার বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। আগামী কয়েকদিন সারাদেশে ঝড়-বৃষ্টির প্রবণতা বেড়ে তাপপ্রবাহ দূর হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। একদিন আগে যশোরে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

এছাড়া শুক্রবার চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ২, পাবনার ঈশ্বরদী ও মোংলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। তবে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৮ দশমিক ৮, ঈশ্বরদীতে ৩৯, মংলায় ৩৮ দশমিক ২ এবং চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ১ ডিগ্রি থেকে কমে হয়েছে ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ৩৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুমিল্লায়।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।

অন্যদিকে শনিবার রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বগুড়া, পাবনা, টাঙ্গাইল এবং ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কি.মি. বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌঁ-হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া রাজশাহী, রংপুর, ঢাকা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

তত্ত্বাবধায়ক নয়, প্রভাবমুক্ত ইসির অধীনে নির্বাচন

বীর মুক্তিযোদ্ধাদের নাম তালিকাভুক্তি নিয়ে রুলের লিখিত আদেশ প্রকাশ

পেশাগত কাজের অতিরিক্ত চাপ চিকিৎসকদের গবেষণায় বাধা

র‍্যাবের সংবাদ সম্মেলন শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটির জেরে বাউফলে দুই কিশোরকে হত্যা

আন্দোলনে গদি হারানোর আতঙ্কে সরকার বেসামাল: গণতন্ত্র মঞ্চ

পুরো বিশ্ব অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন চায়: ইইউ

সিরাজগঞ্জে যমুনায় সাঁতার প্রতিযোগিতা

ঈদের পর মাঠে নামবেন স্বাস্থ্যমন্ত্রী

‘প্রশিক্ষিত তরুণ উদ্যোক্তারা স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নেবে’

সিলেটে আজ সৌম্য-ইয়াসিরদের বিপক্ষে আইরিশদের প্রথম প্রস্তুতি ম্যাচ