চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে মো. হাসান (৩৯) নামে একব্যক্তিকে অপহরণ করা হয়।
বৃহস্পতিবার (৯ মে) কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার খানাতুয়া গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় চার অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ মে) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার ৪ জন হলেন, কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার খানাতুয়া গ্রামের মৃত মোস্তফা কামালের ছেলে মো. সবুজ ওরফে আলাউদ্দিন (৩৫), একই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. লিটন (৩৭), কোরবান আলীর ছেলে রুবেল হোসেন বাদশা (২১) এবং সামছুল আলমের ছেলে মো. আবদুল রহমান বাদল ওরফে হৃদয় (২০)।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা জাগো নিউজকে জানান, ভিকটিম হাসান বছরখানেক আগে থেকেই বায়েজিদ বোস্তামী এলাকায় ভবন নির্মাণ করেন। ওই ভবন নির্মানে ঠিকাদার হিসেবে কাজ করে আসছিলেন গ্রেফতার সবুজ। ভবনের কাজ করার সুযোগে ঠিকাদার সবুজের সঙ্গে ভিকটিম হাসানের সুসম্পর্ক গড়ে ওঠে। গত ৬ মে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে সবুজ ভিকটিমকে কুমিল্লার মনোহরগঞ্জ থানা এলাকায় নিয়ে গিয়ে আটকে রাখেন। পরে ভিকটিমের স্ত্রী ও ভাগিনাকে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
ওসি বলেন, এ ঘটনায় ভিকটিমের স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে মনোহরগঞ্জ থানার মৈশাতুয়া ইউনিয়নের খানাতুয়া গ্রাম থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। এ অপহরণের ঘটনায় জড়িত সবুজসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।