রবিবার , ১৯ মে ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

প্রার্থীকে লাখ টাকার মালা দিয়ে বরণ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মে ১৯, ২০২৪ ১২:০৫ অপরাহ্ণ

আসন্ন ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুরের নির্বাচনি প্রচারণায় এক হাজার টাকার একশ নোটের মালা দিয়ে তাকে বরণ করেন মধু হাজারি নামের এক সমর্থক। পরে লাখ টাকার ওই মালা গ্রহণ না করে সমর্থকের গলায় পরিয়ে দেন চেয়ারম্যান প্রার্থী আবুল মনসুর।

এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ভোটাররা ফেসবুকে এ ভিডিও দেখে জানতে চান কে এই মধু হাজারি।

খোঁজ নিয়ে জানা যায়, শনিবার সন্ধ্যায় উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের চরেরকান্দা গ্রামে নির্বাচনি প্রচারণার সময় এলাকার বাসিন্দা ব্যবসায়ী ও কৃষক মধু হাজারি নামের এক সমর্থক তার প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন ও নির্বাচনি ব্যয় করতে এক হাজার টাকার একশ নোটের মালা দিয়ে তাকে বরণ করে নেন। এ সময় চেয়ারম্যান প্রার্থীসহ তার সঙ্গে থাকা নেতাকর্মীদের নিজের আহরণের খাঁটি মধু পান করিয়ে আপ্যায়ন করেন।

এ বিষয়ে কালিকাপ্রসাদ ইউনিয়নের চরেরকান্দা গ্রামের বাসিন্দা মধু হাজারি বলেন, আমার প্রিয় নেতার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানানোসহ নির্বাচনি ব্যয় মেটাতে এক হাজার টাকার একশ নোটের মালা ও তার নিজের নামের সঙ্গে মিল করে খাঁটি মধু পান করিয়ে আপ্যায়ন করেছি।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবুল মনসুর জানান, কালিকাপ্রসাদ ইউনিয়নের চরেরকান্দা এলাকার মধু হাজারি আমার প্রতি তার ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই টাকার মালা পরানোর পর তার নামানুসারে মধু পান করিয়ে আপ্যায়ন করেছেন। এ ধরনের ভালোবাসার প্রতিদান কখনো শোধ করা যায় না। তবে টাকার মালা আমার গলায় পরানো হলেও আমি এ টাকা গ্রহণ করিনি। মালাটি সঙ্গে সঙ্গে আমি তার গলায় পরিয়ে দিয়ে তাকে সম্মানিত করেছি।

তিনি বলেন, নির্বাচনে তার টাকার আমার প্রয়োজন নেই, তার ভালোবাসা আমার জন্য যথেষ্ট। যদি জয়ী হতে পারি তাহলে জনগণের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখব।

সর্বশেষ - সারাদেশ