ভারতীয় দলের হেডকোচ। ক্রিকেটপাড়ায় অনেক বড় একটি পদ। যে কারণে স্বভাবই এই পদ নিয়ে আগ্রহ থাকবে অনেক ক্রিকেটারের। সুযোগ পেলে কোচ হতে চাইবেন রোহিত শর্মাদের। বাস্তবেও হয়েছে তাই। ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদনের বন্যা বইয়ে দিয়েছেন আগ্রহী প্রার্থীরা।
গেল ১৪ মে নতুন কোচ চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ছিল গত ২৬ মে। এর মধ্যে আবেদন জমা পড়েছে ৩ হাজারের বেশি।
আশ্চর্যের বিষয় হলো- এর মধ্যে অনেকগুলো ভুয়া আবেদন জমা পড়েছে। জীবনে কখনো ক্রিকেট খেলেননি এমন প্রার্থীর নামও দেখা গেছে। যা নিয়ে অস্বস্তিতে পড়েছে বিসিসিআই। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অনেক সুপরিচিত ব্যক্তিদের নামেও আবেদন জমা পড়েছে। এর মধ্যে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নামও। আবার ক্রিকেটারদের মধ্যে রয়েছে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনির নাম। বাস্তবে তারা কোচ হওয়ার জন্য কোনো আবেদন করেননি বলে জানা গেছে।