বুধবার , ৫ জুন ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

মির্জা ফখরুল দলে নাম থাক বা না থাক, বেনজীররাই আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুন ৫, ২০২৪ ১২:২৫ অপরাহ্ণ

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের জের ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগে বেনজীরের নাম আছে কি না জানা নেই, তবে এই বেনজীররাই সর্বশক্তি দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে।’

তিনি বলেন, ‘সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে যখন দুর্নীতির ফিরিস্তি বেরিয়ে আসছে তখন ওবায়দুল কাদের বলছেন তিনি আওয়ামী লীগের কেউ না। বর্তমান আইজিপিও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আছেন, তারপরও তিনি পুলিশপ্রধান।’

বুধবার (৫ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল।

প্রধানমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘সাদা চামড়ার লোকেরা নাকি দেশটাকে খ্রিস্টান রাষ্ট্র বানাতে চাইছে। এ ধরনের ভয়াবহ বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে জনগণের সামনে এর প্রকৃত ব্যাখ্যা চাই। কেননা এটা স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্ন।’

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘বাকশালের প্রেতাত্মারা আবারও দেশে অপশাসন চালাচ্ছে। হাজার হাজার মানুষকে তারা গ্রেফতার করেছে। খালেদা জিয়াকে প্রায় ছয় বছর ধরে কারাবন্দি করে রেখেছে। বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

ভারতের নির্বাচনের প্রসঙ্গ টেনে বিএনপি সহাসচিব বলেন, ‘নরেন্দ্র মোদীর একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতায় আসার পথ ভারতের জনগণ রোধ করে দিয়েছে। ঠিক একইভাবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার পরিবর্তন এনে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’

সর্বশেষ - সারাদেশ