দক্ষিণ আফ্রিকা-যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব। আগামীকাল রয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও বর্তমান চ্যাস্পিয়ন ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় ম্যাচ। ম্যাচটি অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৬টায়। জয় দিয়ে সুপার এইট শুরু করতে চায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে খুব ভালো ক্রিকেট খেলছে উইন্ডিজ। তারা নিজেদের টানা চার ম্যাচে জয় নিয়ে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে পেছনে ফেলে সুপার এইটে উঠে যায় তারা।
কিন্তু কী এমন হলো শিবিরে, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার বিশ্বকাপের মাঝ পথে বাড়ি ফিরলেন? আফগানিস্তান ম্যাচের আগেই শিবির ছেড়ে বাড়ি চলে যান অলরাউন্ডার রোমারিও শেফার্ড। তা হলে বিশ্বকাপের আয়োজকদের শিবিরে কি কোনো অশান্তি সৃষ্টি হয়েছে?
মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও খেলেননি এ অলরাউন্ডার। একদিন পরই সুপার এইট পর্বে ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রধান আয়োজকদের মাঝে কোনো অশান্তির খবর পাওয়া যায়নি। এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার রোমারিও শেফার্ড বাড়ি ফিরেছেন পারিবারিক কারণে।
ওয়েস্ট ইন্ডিজ়ের অধিনায়ক রভম্যান পাওয়েল বলেছেন, শেফার্ড বাড়ি গেছে। ওর স্ত্রী টিয়া টেরেন্সিয়া জোসেফ দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন। পরিবার সবসময় আমাদের কাছে গুরুত্বপূর্ণ। দলের সবাই খুব খুশি। এ সময় পরিবারের পাশে থাকার জন্যই ছুটি নিয়েছে ও। আমরা অনুমতি দিয়েছি।
ওয়েস্ট ইন্ডিজ় শিবির সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আবার দলের সঙ্গে যোগ দেবেন শেফার্ড। ইংল্যান্ডের বিপক্ষে সুপার এইটের ম্যাচ তিনি খেলবেন বলে আশা করা হচ্ছে।
আফগানিস্তানের বিপক্ষে শেফার্ডের পরিবর্তে প্রথম একাদশে আসেন ওবেড ম্যাককয়। এ ছাড়া রোস্টন চেজের পরিবর্তে একাদশে আসেন সাই হোপ।