শুক্রবার , ৯ আগস্ট ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াতের খাবার বিতরণ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ৯, ২০২৪ ৬:২০ পূর্বাহ্ণ

দেশ ও জাতি গঠন এবং কার্যকর রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমে ক্ষুধা-দারিদ্র্য, অপশাসন ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে আন্দোলনে বিজয়ী শক্তি ছাত্রসমাজকেই অগ্রসৈনিকের ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরায় দেশের উদ্ভূত পরিস্থিতিতে রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালনরত শিক্ষার্থীদের মধ্যে খাবার ও পানি বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে এসব কথা বলেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম, মহানগরী কর্মপরিষদ সদস্য জামাল উদ্দিন, মুহিবুল্লাহ অন্য নেতারা।

এসময় সেলিম উদ্দিন বলেন, দেশ ও জাতির সব ক্রান্তিকালেই আমাদের ছাত্রসমাজ ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। ‘৫২-এর ভাষা, ‘৬৬-এর ৬ দফা, স্বৈরাচার আইয়ুব বিরোধী আন্দোলন, ‘৭১-এর স্বাধীনতা সংগ্রাম, ‘৯০-এর গণঅভ্যুত্থান এবং ‘২৪-এর কোটা সংস্কার ও ফ্যাসিবাদ পতনের আন্দোলনে আমাদের বীরসন্তানদের আত্মত্যাগ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু এই বিজয়ে আমাদের আত্মহারা হওয়ার সুযোগ নেই। কারণ, দেশ ও জাতিসত্তাবিরোধী ‌‘ষড়যন্ত্রকারীরা’ এখনো অপতৎপরতা অব্যাহত রেখেছে। তাই দেশবিরোধী সব ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের নতুন প্রজন্মকে অতন্ত্রপ্রহরীর ভূমিকা পালন করতে হবে।

সর্বশেষ - সারাদেশ