আকার-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন। কণ্ঠে মিলেছে আভাস। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো শীর্ষ কর্তা বিশেষ করে কোচ নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তারা কেউই মুখে আনেননি যে চন্ডিকা হাথুরুসিংহেই বাংলাদেশ ক্রিকেট দলের নতুন হেড কোচ।
মঙ্গলবার হাথুরুসিংহে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পরও বিসিবি থেকে কোনোরকম বক্তব্য দেওয়া হয়নি। কিন্তু হঠাৎ সন্ধ্যা পৌনে ৭টা নাগাদ আসলো আনুষ্ঠানিক ঘোষণা, চন্ডিকা হাথুরুসিংহেই বাংলাদেশ জাতীয় দলের নতুন হেড কোচ।
কোচ ইস্যুতে এত সতর্কতা ও গোপনীয়তা চলেছে গত কয়েকদিন। মঙ্গলবার রাতে হঠাৎ কী হলো যে, তাড়াহুড়ো করে প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দেওয়া হলো, হাথুরুসিহেই কোচ হয়ে ফিরছেন?
বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন রাতে নিজের বাসায় মিডিয়াকে পরিষ্কার করলেন আসল কারণ। বিসিবি সভাপতি জানান, বোর্ড আসলে এখনই আনুষ্ঠানিক ঘোষণা দিতে চায়নি। তবে পাপন ঘোষণা দেওয়ার আগেই যদি বোর্ডের কেউ হাথুরুসিংহের হেড কোচ হওয়ার খবরটা জানিয়ে দেন, সেই ‘ভয়েই’ তাড়াহুড়ো করে প্রেস রিলিজ দিয়ে দেওয়া।
বিসিবি প্রধান বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল ও (হাথুরু) আসার কিছুদিন আগে বলব। যেহেতু আমি কাল (বুধবার) চলে যাচ্ছি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায়। কাজেই কে আবার কী বলে না বলে, কোনো ঠিক নেই। সেজন্য দ্বিধা দূর করে ফেলাই ভালো।’