মঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

উপহারের সেই গাড়ি রোগী পরিবহণে দান করলেন হিরো আলম

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ৭, ২০২৩ ১২:৫০ অপরাহ্ণ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের বাসিন্দা প্রিন্সিপাল মাওলানা এম মুখলিছুর রহমান কথামতো নিজের ব্যবহৃত গাড়িটি বহুল আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে উপহার দিয়েছেন। অবশ্য উপহারের গাড়িটি গ্রহণ করলেও হিরো আলম তা রোগী পরিবহণের জন্য দান করে দেওয়ার ঘোষণা দেন।

মঙ্গলবার বিকালে নিজ বাড়িতে এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন এম মুখলিছুর রহমান। উক্ত অনুষ্ঠানে গাড়িটি কয়েকশ মানুষের সামনে বুঝিয়ে দেন।

এ সময় আশরাফুল আলম ওরফে হিরো আলম অনুষ্ঠানে বলেন, তিনি আমার ভাই। আমাকে একটি গাড়ি উপহার দিয়েছেন। আমি উপহারের গাড়িটি গ্রহণ করেছি কিন্তু এটির অবস্থাও বেশি ভালো নয়। তবে যেমনই হোক, এটি আমি অ্যাম্বুলেন্স হিসেবে দান করে দিলাম। এটিতে নম্বর থাকবে। কেউ ফোন দিলেই সেটি চলে যাবে। অনেক গরিব, অসহায় মানুষ অসুস্থ হয়ে পড়ে থাকেন। চিকিৎসা করানোর সুযোগ থাকে না। হাসপাতালে নিতে পারেন না। তাদের সেবার জন্য এ গাড়িটি ব্যবহৃত হবে।

তিনি বলেন, সারা দেশে রাস্তার পাশে অসংখ্য মানুষ মারা যায়, অনেক মা মারা যায়, আপনার আমার মা বোন রাস্তায় পড়ে থাকে, সামান্য টাকা ও গাড়ির কারণে যারা লাশ পাঠাতে পারে না, তারা এটা ব্যবহার করতে পারবে।

প্রিন্সিপাল মাওলানা এম মুখলিছুর রহমান বলেন, হিরো আলম আমার ভাই। বগুড়ার অনেক আলেম তার পক্ষে বিভিন্ন ওয়াজ মাহফিলে ভোট দেওয়ার আহ্বান জানান। তাদের দেখেই তার প্রতি আমার ভালোবাসা সৃষ্টি হয়। আমিও সিদ্ধান্ত নেই সিলেট থেকে তাকে যদি আমার গাড়িটি উপহার হিসেবে দিতে পারি তবে বগুড়াবাসী তাকে ভোট দিতে হয়তো আরও উদ্বুদ্ধ হবেন। সেই হিসেবেই আমি এখন গাড়িটি তাকে উপহার হিসেবে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

তিনি জানান, গাড়িটি তিনি ২০১৮ সালে সাড়ে ৫ লাখ টাকায় ক্রয় করেছিলেন। কিন্তু গাড়িটির কাগজপত্র ২০১৩ সাল থেকে আপডেট করা হয়নি। এখন সেটি আপডেট করতে প্রায় ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা লাগতে পারে।

এদিকে গাড়ি উপহার প্রদান অনুষ্ঠান উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই মাওলানা এম মুখলিছুর রহমানের বাড়িতে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হন। গাড়িটিও সাজানো হয়। তৈরি করা হয় একটি মঞ্চ। শতাধিক চেয়ার সাজানো হয়। মানুষের মাঝে উৎসবের আমেজ দেখা দেয়।

 

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

আ.লীগ ক্ষমতায় আসলেই গণতন্ত্র উধাও হয়ে যায়: দুলু

ডেঙ্গুর বিস্তার রোধে দেশে জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণার দাবি

ময়মনসিংহ-৪ সদর আসন নৌকার এক ক্যাম্পে হামলা, অপর ক্যাম্পে আগুন

জাতিসংঘের বিশেষ দূত বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল জনগণের কাছে পৌঁছাচ্ছে না

কভিডের স্নায়বিক প্রভাব নিয়ে ইউরোপে গবেষণার উদ্যোগ

শ্রম আইন লঙ্ঘনের মামলা ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে চতুর্থ সাক্ষীর জবানবন্দি পেশ

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক সহযোগিতায় জোর প্রধানমন্ত্রীর

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কোনো বাধাই ১০ ডিসেম্বরের সমাবেশ ঠেকাতে পারবে না: রিজভী

হিজাবের পর ফ্রান্সের স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকাও