বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

শুক্রবার সারাদেশে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ৯, ২০২৩ ৪:৫৯ অপরাহ্ণ

বিদ্যুৎ ও গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূলের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণঅধিকার পরিষদ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করবে।

গত ৩ ফেব্রুয়ারি প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর এ কর্মসূচির ঘোষণা দেন। এর দুদিন আগে ১ ফেব্রুয়ারি গণঅধিকার পরিষদের কার্যনির্বাহী কমিটির এক জরুরি মিটিংয়ে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, গণঅধিকার পরিষদ জেলা কমিটিগুলো কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকার কথা রয়েছে।

যে সব জেলা ও স্থানে কর্মসূচি পালন হবে
কিশোরগঞ্জের ইসলামি মার্কেটে বিকেলে, যশোর প্রেস ক্লাবে বিকেলে, জামালপুরের দয়াময়ী মোড়ে বেলা ১১টায়, চাঁপাইনবাবগঞ্জের শান্তি মোড়ে বিকেলে, পটুয়াখালী প্রেস ক্লাবে বিকেলে, সিলেট জেলায় বিকেলে, বরগুনায় সকালে, ঝিনাইদহ পায়রা চত্ত্বরে সকালে, পোস্ট অফিস মোড়, রাজশাহী জেলা জিরো পয়েন্টে বিকেলে, নোয়াখালী প্রেস ক্লাবের সামনে বিকেলে, টাঙ্গাইলে বিকেলে, মাগুরা জেলা বিকেলে, সিরাজগঞ্জ জেলা বিকেলে বাজার স্টেশন চত্বরে, ঠাকুরগাঁও জেলা প্রেস ক্লাবের (পাবলিক ক্লাব) সামনের রাস্তায়।

দিনব্যাপী, গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, পাবনা জেলা পাবনা প্রেস ক্লাব বিক্ষোভ ও মানববন্ধন বিকেলে। লিফেলট বিতরণ শহরের প্রধান প্রধান সড়ক, ফরিদপুরে বিকেলে প্রেস ক্লাবের সামনে, কুমিল্লা জেলা কুমিল্লা প্রেসক্লাবে সকালে, কুড়িগ্রাম প্রেস ক্লাব চত্বর, বিকেলে, মৌলভীবাজার জেলা, প্রেস ক্লাবের সামনে বিকেলে, ভোলা জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বিকেলে, পিরোজপুর জেলা বেলা ১১টায় শহীদ মিনার সংলগ্ন কৃষ্ণচূড়া মোড়। এছাড়া আরও কয়েকটি জেলায় কর্মসূচি পালন করা হবে দলটির পক্ষ থেকে জানানো হয়।

সর্বশেষ - সারাদেশ