সিরাজগঞ্জ ঘুরে গেলো ভারতীয় মালিকানাধীন প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে বিলাসবহুল পাঁচ তারকা মানের এ জাহাজটি যমুনা নদীর জেলখানা ঘাট এলাকায় নোঙর করে। পরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানসহ কর্মকর্তারা জাহাজের পর্যটকদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
সন্ধ্যায় জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। জাগো নিউজকে তিনি বলেন, ঐতিহ্যবাহী হাটিকুমরুল নবরত্ন মন্দির ও পাঁচলিয়া রাণীনগর এলাকার তাঁতশিল্প কারখানা তারা পরিদর্শন করেন এবং তাঁতিদের সঙ্গে কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, জেলার ঐতিহ্য, শিল্প ও প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও মানুষের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন তারা। আবারও আসতে চান এই নদীমাতৃক দেশ বাংলাদেশে। এরপর সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ ত্যাগ করেন।
সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজওয়ানুল ইসলাম জাগো নিউজকে বলেন, গঙ্গা বিলাসে আসা ২৮ বিদেশি পর্যটকদের যথাযথ নিরাপত্তা দেওয়া হয়েছিল। তাদের এ ভ্রমণে দেশের পর্যটনশিল্প আরও এগিয়ে যাবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, সুইজারল্যান্ডের ২৭ ও জার্মানির একজন নাগরিক নিয়ে বাংলাদেশ ভ্রমণে আসে গঙ্গা বিলাস। পাঁচ তারকা মানের জাহাজটিতে ২৮টি বিলাসবহুল কামরার পাশাপাশি আধুনিক রেস্তোরাঁ, পানশালা, স্পা সেন্টার আছে। বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত নদীপথে মোট ৩ হাজার ২০০ কিলোমিটার পাড়ি দেবে জাহাজটি। তাদের এ যাত্রাপথে সময় লাগবে ৫১ দিন। এতে জনপ্রতি খরচ হচ্ছে ভারতীয় মুদ্রায় ১২ লাখ ৫৯ হাজার রুপি।