ঘরের মাঠে খেলা, কিন্তু ইংল্যান্ডের আগ্রাসী ক্রিকেটের সামনে দাঁড়াতেই পারছে না নিউজিল্যান্ড। ইংলিশরা টেস্টে করছে ওয়ানডের ব্যাটিং। প্রতিপক্ষকে চাপে রাখছে বোলিংয়েও।
ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টে দুদিন গেছে। এরই মধ্যে ফলোঅনের শঙ্কায় পড়েছে নিউজিল্যান্ড। প্রায় ৫ রানরেটে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪৩৫ রান তুলে ডিক্লেয়ার করেছে।
জবাবে ৭ উইকেটে ১৩৮ রান নিয়ে দিন শেষ করেছে কিউইরা। এখনও তারা পিছিয়ে ২৯৭ রানে। অর্থাৎ নিদেনপক্ষে ফলোঅন এড়াতে ৯৮ করতে হবে স্বাগতিকদের।