রবিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

সারাদেশে যৌন হয়রানির ঘটনা উদ্বেগজনক: মহিলা পরিষদ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ৫:১৫ অপরাহ্ণ

সাম্প্রতিক সময়ে সারাদেশে যৌন হয়রানি ও উত্ত্যক্তের ঘটনা উদ্বেগজনক। যা নারীদের অগ্রযাত্রা এবং স্বাধীনভাবে চলাচল ও নিরাপত্তা ব্যাহত করছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এমনটি দাবি করছে বাংলাদেশ মহিলা পরিষদ। এসব ঘটনায় সংগঠনটি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

বিবৃতিতে সই করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু।

এতে বলা হয়, ২৬ ফেব্রুয়ারি বিভিন্ন সংবাদমাধ্যমে জানা যায় যে, হবিগঞ্জের মাধবপুর উপজেলার পূর্ব আন্দিউড়া গ্রামে বখাটেদের উত্ত্যক্ত ও হেনস্তার কারণে এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। প্রায় এক বছর ধরে আন্দিউড়া গ্রামের মুন পাঠানের ছেলে নয়ন বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। ওই স্কুলছাত্রী ২৪ ফেব্রুয়ারি দুপুরে আন্দিউড়া প্রাথমিক বিদ্যালয়ে গান শিখতে যায়।

বিবৃতিতে আরও বলা হয়, এসময় আন্দিউড়া গ্রামের কিশোর গ্যাং সদস্য নয়ন, ইমন, বিজয় ও আরমান বিদ্যালয়ের কক্ষে ঢুকে ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। বিকেলে ওই ছাত্রী স্কুল থেকে বের হয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় এসে আবার তার হাত ধরে টানাটানি ও শারীরিক নির্যাতন করে কিশোররা। তাদের অপমান সইতে না পেরে বাড়ি এসে ওই স্কুলছাত্রী বিষপান করে।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় বাংলাদেশ মহিলা পরিষদ। একই সঙ্গে এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের যথাযথ ভূমিকা পালনের দাবি জানায় সংগঠনটি।

সর্বশেষ - সারাদেশ