সোমবার , ৬ মার্চ ২০২৩ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ত্বকী হত্যার ১০ বছর ‘খুনিরা যত প্রভাবশালী হোক না কেন, বিচার হতেই হবে’

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মার্চ ৬, ২০২৩ ৮:১১ পূর্বাহ্ণ

তানভীর মুহাম্মদ ত্বকী

তানভীর মুহাম্মদ ত্বকী
ফাইল ছবি

ত্বকীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নিহত ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর পক্ষে তাঁর ছোট ভাই মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা, জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম, প্রদীপ ঘোষ, সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা, দৈনিক খবরের পাতার সম্পাদক মাহবুবুর রহমান, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা শাখার সভাপতি ধীমান সাহা, গণসংহতি আন্দোলনের জেলার সমন্বয়ক তরিকুল সুজনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

ভবানী শংকর বলেন, ‘ত্বকীর মৃত্যুবার্ষিকীতে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছি। আমরা ত্বকী হত্যার বিচার দাবিতে নিরবচ্ছিন্নভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। খুনিদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা কেউ ঘরে ফিরে যাব না।’

‘বিচারের জন্য কত বছর অপেক্ষায় থাকতে হবে’

‘বিচারের জন্য কত বছর অপেক্ষায় থাকতে হবে’

২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়।

৫ মার্চ ২০১৪ তদন্তকারী সংস্থা র‍্যাব সংবাদ সম্মেলন করে জানায়, ওসমান পরিবারের নির্দেশে তাদেরই টর্চার সেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছেন। অচিরেই তারা অভিযোগপত্র আদালতে পেশ করবে। কিন্তু সে অভিযোগপত্র আজও আদালতে পেশ করা হয়নি। ত্বকী হত্যার পর থেকে বিচার শুরু ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

সর্বশেষ - সারাদেশ