নেত্রকোনায় জাতীয় পার্টির সদর উপজেলা ত্রি-বার্ষিক সম্মেলনে আতিকুর রহমান আতিককে সভাপতি ও আতিকুল ইসলাম খোকনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি রোববার রাতে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাধারণের নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে ফারুক ইয়ার খান কাজলকে পৌর শাখার সভাপতি ও দেওয়ান আব্দুল আজিজকে সাধারণ সম্পাদক করা হয়।
রোববার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সদর জাতীয় পার্টির আহবায়ক আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে ও পৌর শাখার আহবায়ক ফারুক ইয়ার খান কাজলের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন,জেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট লিয়াকত আলী।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত মহাসচিব ফখরুল ইমাম এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ভুইয়া,সালাহ উদ্দিন মুক্তি, জাহাঙ্গীর আহমেদ সাবেক এমপি গোলাম রব্বানী,কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক আসমা আশরাফ ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান খান আরজু,জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রোববার রাতে জাতীয় পার্টির সদর উপজেলা ও পৌর শাখার কমিটির সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেন।