শনিবার , ৮ এপ্রিল ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

সরকারের পাতানো ফাঁদে পা দেবে না বিএনপি: ডা. শাহাদাত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
এপ্রিল ৮, ২০২৩ ৩:৫৭ অপরাহ্ণ

সরকারের ‘পাতানো ফাঁদে’ বিএনপি আর পা দেবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে এবং জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে জাতীয় নির্বাচন দিতে হবে। শুধু ইভিএম বাদ দিয়ে ব্যালটের মাধ্যমে নির্বাচন দিলে হবে না। এ সরকারের পাতানো ফাঁদে বিএনপি আর পা দেবে না। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

শনিবার (৮ এপ্রিল) বিকেলে নগরীর কালামিয়া বাজারে অনন্ত বিলাস কমিউনিটি সেন্টারের সামনে এক অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

ডা. শাহাদাত হোসেন বলেন, নির্দলীয়-নিরপেক্ষ সরকার ছাড়া এই দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। সরকার জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে। এখন দেওয়ালে মানুষের পিট ঠেকে গেছে। বারবার বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাসের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের দুর্নীতি আর দুঃশাসনে সাধারণ মানুষ অতিষ্ঠ।

তিনি আরও বলেন, দেশে কথা বলার স্বাধীনতা নেই। সাংবাদিকরা নির্যাতিত হচ্ছেন, আইসিটি অ্যাক্টের নামে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয়েছে। সাংবাদিকরা এখন আর লিখতে পারেন না।

নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, এখন থেকে প্রস্তুতি নিন। ভোটাধিকার রক্ষার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। ভোটাধিকার সাংবিধানিক অধিকার। এটা কোনো বিএনপির একার দাবি নয়। এটা বাংলাদেশের মানুষের দাবি। জনগণের অধিকার। যতদিন পর্যন্ত ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হবে, গণতন্ত্র ফিরে না আসবে, খালেদা জিয়া মুক্ত না হবেন, ততদিন পর্যন্ত এদেশের মানুষ রাজপথ ছাড়বে না।

বাকলিয়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম আই চৌধুরী মামুনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. আলমগীরের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরীর লিটন, সদস্য মোহাম্মদ আলী, কামরুল ইসলাম। বক্তব্য রাখেন নগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী আশু, সাবেক উপদেষ্টা নবাব খান, মহানগর বিএনপি নেতা সৈয়দ আমিন মাহমুদ, ইব্রাহিম বাচ্চু, এ,কে,খান, ইউনুস চৌধুরী হাকিম প্রমুখ।

সর্বশেষ - সারাদেশ