বুধবার , ১৯ এপ্রিল ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ন্যাপোলির স্বপ্ন ভেঙে সেমিতে মিলান

প্রতিবেদক
নিউজ ডেস্ক
এপ্রিল ১৯, ২০২৩ ৬:২৪ পূর্বাহ্ণ

মিলানের মাঠে খেলতে গিয়ে ১-০ গোলে হেরেছিল ন্যাপোলি। ব্যবধানটা বড় নয়, তার ওপর ফিরতি লেগে নিজের মাঠে খেলা। ন্যাপোলির ভালো সুযোগ ছিল কামব্যাক করার।

কিন্তু এবারও তারা গোল হজম করে বসলো। শেষ মুহূর্তে সেই গোল ফিরিয়ে দিলেও সেমিতে খেলার স্বপ্ন ভাঙলো ন্যাপোলির।

দিয়েগো আরমান্দো মারাদোনা স্টেডিয়ামে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের ফিরতি লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। প্রথম লেগে ১-০ গোলের জয়ে ২-১ অগ্রগামিতায় শেষ চারে পা রেখেছে মিলান।

ন্যাপোলি ম্যাচে আক্রমণের পর আক্রমণ করেছে। ২৩টি শট নেয় তারা, তবে মোটে ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ৬ শটের ৪টি লক্ষ্যে রাখতে পারে মিলান।

ন্যাপোলির প্রবল আক্রমণ সামলে অলিভার জিরুদের গোলে প্রথমার্ধের ৪৩ মিনিটে এগিয়ে যায় মিলান। শেষ মুহূর্তে এসে সে গোল শোধ করে নাটকীয়তা জমিয়ে তুলেছিল ন্যাপোলি।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে হেডে সমতাসূচক গোলটি করেন নাইজেরিয়ার স্ট্রাইকার ওসিমহেন। তবে শেষ রক্ষা হয়নি। ম্যাচ ড্র করে বিদায় হয়ে যায় ন্যাপোলির।

সর্বশেষ - সারাদেশ