ফরিদপুর জেলার বোয়ালমারীতে প্রচণ্ড দাবদাহ থেকে মুক্তি পেতে এবং রহমতের বৃষ্টি কামনা করে ইস্তিকার নামাজ অনুষ্ঠিত হয়েছে৷
বুধবার ছোলনা সালামিয়া মাদরাসা ঈদগাহ ময়দানে বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হোসাইন আহমাদের ইমামতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজে আলেম ওলামা, সাংবাদিক এবং বোয়ালমারীর সকল সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরাসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
নামাজ শেষে মাওলানা হোসাইন আহমাদ বলেন, আমরা সমবেত হয়ে গুণাহ মাফ ও তওবা করে আল্লাহ তায়ালার রহমতের জন্য দোয়া করেছি।
নামাজে অংশ নিয়ে আগত মুসল্লিদের মধ্যে সামাজিক সংগঠনের শামীম প্রধান ও জং হাবিব বলেছেন, প্রচণ্ড দাবদাহে জনজীবন অতিষ্ঠ। ফসলের জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এই নামাজের উসিলায় আল্লাহ পাক আমাদের ক্ষমা করে দিয়ে পরিবেশ যেন শীতল করে দেন সেই প্রার্থনা করেছি।
নামাজের মুসল্লিরা অশ্রুসিক্ত চোখে আল্লাহর দরবারে বৃষ্টির জন্য আর্তনাদ করেন।
নামাজ আহ্বান করা দুই যুবক মুশফিকুর রহমান ও জাকারিয়া মাহমুদ বলেন, এই নামাজ আমাদের এদিকে হয় না বললেই চলে। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ও তার রহমত প্রাপ্তির জন্য নামাজে সকলের অংশগ্রহণ খুবই জরুরি।
তারা বলেন, আগামী দুই দিন একই সময়ে, একই স্থানে এই নামাজ অনুষ্ঠিত হবে।