বৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় পাঁচ সেনা নিহত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
এপ্রিল ২০, ২০২৩ ৫:৩৫ অপরাহ্ণ

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে সামরিক বাহিনীর বহরে সন্ত্রাসী হামলায় পাঁচ সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে কাশ্মীরের পুঞ্চ জেলায় এ ঘটনা ঘটে।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, ভিম্বার গলি এলাকায় সেনাবাহিনীর সদস্যদের একটি গাড়িতে গুলি চালায় সন্ত্রাসীরা। পরে গাড়িটি লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে তারা। এতে গাড়িটিতে আগুন ধরে যায়।

তবে এই হামলার জন্য কোন সন্ত্রাসী গোষ্ঠী দায়ী, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীর নর্দার্ন কমান্ড হেডকোয়ার্টারের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার সময় ভারী বৃষ্টি হচ্ছিল। এ ছাড়া এলাকাটি নিচু হওয়ায় হামলাকারীরা সুবিধা করতে পেরেছিল।

এদিকে হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ‘জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার ট্র্যাজেডিতে আমি মর্মাহত। সেখানে একটি ট্রাকে হামলায় ভারতীয় সেনাবাহিনীর সাহসী সেনারা প্রাণ হারিয়েছেন। এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা।’

সর্বশেষ - সারাদেশ