মঙ্গলবার , ২৫ এপ্রিল ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার শাহজালাল

প্রতিবেদক
নিউজ ডেস্ক
এপ্রিল ২৫, ২০২৩ ৪:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদীঘির আবদুল জব্বারের বলীখেলার ১১৪তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার শাহজালাল বলী। মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে ফাইনালে মুখোমুখি হন গতবারের দুই ফাইনালিস্ট। এতে গত আসরের চ্যাম্পিয়ন তারিকুল ইসলাম প্রকাশ জীবন বলীকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি।

আগের আসরে জীবন বলীর কাছে হেরে রানারআপ হয়েছিলেন শাহজালাল বলী। গতবার দীর্ঘ সময়ে খেলা অমীমাংসিত থাকলেও এবারের আসরে শাহজালালকে চ্যাম্পিয়ন হতে এক মিনিট সময়ও লাগেনি।

এর আগে প্রথম সেমিফাইনালে খাগড়াছড়ির সৃজন চাকমাকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেন জীবন বলি। দ্বিতীয় সেমিফাইনালে আনোয়ারার আবদুন নুর বলীকে হারিয়ে ফাইনালে ওঠেন শাহজালাল বলী। এবারের আসরে ৬০ জন বলীখেলায় অংশ নেন।

শাহজালাল বলী ২০১৮ ও ২০১৯ সালেও চ্যাম্পিয়ন হন। করোনাভাইরাস পরিস্থিতির কারণে ২০২০ ও ২০২১ সালে ১১১তম ও ১১২তম আসর বসেনি। ২০২২ সালের ১১৩তম আসরে রানারআপ হন শাহজালাল।

ইংরেজ শাসনের বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে চট্টগ্রামের ব্যবসায়ী আবদুল জব্বার বাংলা ১৩১৬ সনের ১২ বৈশাখ প্রচলন করেন ‘বলীখেলা’। এ বলী খেলাকে ঘিরে চট্টগ্রামে লালদীঘিতে তিন দিনব্যাপী লোকজ মেলাও হয়।

সর্বশেষ - সারাদেশ