মঙ্গলবার , ২ মে ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

হৃদয়বিদারক, মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নিলেন দুই বোন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মে ২, ২০২৩ ৮:৪৭ পূর্বাহ্ণ

গর্ভধারিণী মায়ের লাশ বাড়িতে রেখে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিলেন দুই বোন। মঙ্গলবার বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষার দিন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কক্সবাজারের টেকনাফ উপজেলায়।

জানা গেছে, সাদিয়া ফেরদৌস ও শারমিন আকতার নামে দুই বোন উপজেলার সাবরাং ইউনিয়নের পানছড়ি পাড়ার জহির আহমদের কন্যা। তারা টেকনাফ উপজেলার সাবরাং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

মঙ্গলবার ভোরে পৃথিবী থেকে চিরকালের জন্য পরপারে চলে যান তাদের মা। সেই মায়ের মৃতদেহ বাড়িতে রেখেই পরীক্ষায় অংশ নিতে হয় দুই বোনকে।

এ বিষয়ে সাদিয়া ও শারমিনের চাচাতো ভাই রবিউল বলেন, রমজানমাস থেকেই শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে মঙ্গলবার ভোর সাড়ে তিনটায় মারা যান তিনি।

সাদিয়া-শারমিনের বাবা জহির আহমদ বলেন, যেখানে একদিন আগেও মেয়েরা উৎসাহ-উদ্দীপনা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। হঠাৎ এত বড় ধাক্কা কীভাবে সামলে পরীক্ষায় পাশ করবে আল্লাহ ভালো জানেন।

এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, দুই পরীক্ষার্থীর মায়ের মৃত্যু সত্যি বেদনার। তাদেরকে মানসিকভাবে সহযোগিতা প্রদানে ইতোমধ্যে কেন্দ্র সচিবকে অবহিত করা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ