রাজধানীর বঙ্গবাজার ও নিউ মার্কেটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অর্থ সহায়তা দিয়েছে ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াইআরসি)।
গতকাল বুধবার বেলা তিনটায় নিউ মার্কেট এলাকায় ও বিকেল পাঁচটায় বঙ্গবাজার এলাকায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অর্থ দেন ওয়াইআরসির সদস্যরা।
এই কার্যক্রমে সহযোগিতা করেছেন সারা দেশের ইয়ামাহার ডিলাররা। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন ওয়াইআরসির সদস্যরা।
এর আগে সুনামগঞ্জের বন্যায় ত্রাণ নিয়ে ওয়াইআরসির সদস্যরা পানিবন্দি মানুষের পাশে থেকেছেন। করোনা মহামারিতে মানুষকে সহায়তা দিয়েছেন এবং তীব্র শীতে কম্বল বিতরণ করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ওয়াইআরসির সদস্যরা।