বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আসন্ন নির্বাচনে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ করেন সংস্থার সাবেক সদস্য ও টনি স্মৃতি সংঘের সভাপতি শাহজাহান আলী। এতে নির্বাচন সুষ্ঠু হবে না, তাই নির্বাচন বাতিলের দাবি জানানো হয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার পদাধিকার বলে সভাপতি সাইফুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
শাহজাহান আলীর অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসক এ ব্যাপারে তদন্ত করতে নির্বাচনের রিটার্নিং অফিসার ও বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমানকে নির্দেশ দিয়েছেন।
টনি স্মৃতি সংঘের সভাপতি শাহজাহান আলীর অভিযোগ, আগামী ২৭ মে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন। তার ক্লাব গত প্রায় ৩৫ বছর ধরে ক্রিকেট লীগে অংশ নিচ্ছে। ক্লাবের সভাপতি হলেও তার নাম ভোটার তালিকায় রাখা হয়নি। সংস্থার গঠনতন্ত্র না মেনে বৈধ ভোটারদের বাদ দিয়ে অবৈধভাবে নতুনদের নিয়ে তালিকা তৈরি করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘদিন খেলাধুলার সঙ্গে জড়িতদের বাদ রেখে নির্বাচন করলে সেটা হবে অন্যায়। আর নির্বাচন প্রক্রিয়া হবে প্রশ্নবিদ্ধ। এজন্য তিনি নির্বাচন বাতিল দাবি করেছেন।
জেলা প্রশাসকের নির্দেশে তদন্তকারী নির্বাচনের রিটার্নিং অফিসার আনিসুর রহমান জানান, জেলা ক্রীড়া সংস্থার আগের কমিটি ভোটার তালিকা তৈরি করেছে। যখন পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হয় তখন কেউ অভিযোগ করেননি। এখন এ বিষয়ে অভিযোগ করা হচ্ছে। অভিযোগের ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।