সোমবার , ২২ মে ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

মজনুর সন্ধান দাবি রিজভীর

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মে ২২, ২০২৩ ৭:২৬ পূর্বাহ্ণ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুকে পুলিশ তুলে নিয়ে গেলেও তা স্বীকার করছে না এমন অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মজনুর খোঁজ দিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

সোমবার (২২ মে) দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করতে সরকার নানান চক্রান্তে মেতে উঠেছে। বিরোধীদল শূন্য করতে মরিয়া সরকার। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুকে তুলে নিয়ে গেছে, পুলিশ এখনো স্বীকার করছে না। ডিবি এখনও স্বীকার করছে না। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মজনুকে গ্রেফতার না করতে উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না।

তিনি বলেন, সবার সামনে থেকে তুলে নিয়ে গেছে মজনুকে। ডিবি অফিসে তাকে রাখা হলেও এখন স্বীকার করছে না পুলিশ। শেখ হাসিনা যেভাবে আইনশৃঙ্খলা বাহিনী সাজিয়েছে দস্যুদলের মতো। সরকার অমানবিক আচরণ করছে বিরোধীদলের সঙ্গে।

রিজভী বলেন, সরকারের দিন শেষ হয়ে আসছে ক্ষমতা হারাতে হবে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেওয়া হচ্ছে। আবারো একতরফা ভোট করতে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।

তিনি বলেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লেলিয়ে জনগণ শেখ হাসিনাকে আর তামাশা নির্বাচন করতে দেবে না।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সারাদেশ