বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবির মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার (২ জুন) সকালে মিছিলটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল ও ফকিরাপুল মোড় ঘুরে ফের নয়াপল্টনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিল থেকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং শেখ রবিউল আলম রবির নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান দেওয়া দেয়।
মিছিলে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকিসহ ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।