চুয়াডাঙ্গার দামুড়হুদায় চালককে চেতনানাশক খাইয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে উপজেলার দর্শনা ডিহি কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ওই চালকের নাম ইউসুফ (১৮)। তিনি দর্শনা থানাধীন নাস্তিপুর গ্রামের পূর্বপাড়ার দিনমজুর ওমর ফারুকের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, দর্শনা বাসস্ট্যান্ড থেকে তিনজন ইজিবাইকটি ভাড়া করে ডিহি কৃষ্ণপুর মাঠ থেকে আম নেওয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। পরে দোস্ত গ্রাম পার হয়ে ডিহি কৃষ্ণপুর গ্রামের মাঠের মধ্যে গরমের অজুহাত দেখিয়ে দাঁড় করিয়ে বিস্কুটের সঙ্গ পানীয় পান করায়। চালক অচেতন হয়ে গেলে তারা ইজিবাইক নিয়ে পালিয়ে যান। স্থানীয়রা অচেতন অবস্থায় পড়ে থাকা ওই চালকের পকেটে থাকা মোবাইল দিয়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জোবাইদা জামান জয়া জানান, প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তার চিকিৎসা চলছে।
এ বিষয়ে দর্শনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, অভিযোগ পেয়েছি। সিসি ক্যামেরা ফুটেজ চেক করছি। তদন্ত চলমান রয়েছে।