নওগাঁর রাণীনগরে বীর মুক্তিযোদ্ধা নওশের আলীর কাছে মুক্তিযুদ্ধের গল্প শুনলো শতাধিক কলেজপড়ুয়া শিক্ষার্থী। রবিবার উপজেলার মহিলা কলেজ গেইট সংলগ্ন বাচ্চু মুহুরীর নির্মাণাধীন ভবনে রাণীনগর সরকারি শেরে বাংলা মহাবিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের অজানা গল্প শোনান রাণীনগরের খাজুরিয়াপাড়া গ্রামের রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী।
বীর মুক্তিযোদ্ধা নওশের আলী বলেন, আমি নিজেকে নিজের পরিবারকে সমাজকে দেশ ও দেশের প্রতিটি মানুষসহ বঙ্গবন্ধুর লাল-সবুজের ভূখন্ডের জমিন আর আসমানের মধ্যে থাকা প্রতিটি জীবিত ও জড় পদার্থসহ সবকিছুকে স্বাধীন করার নিমিত্তে বঙ্গবন্ধুর ডাকে সাড়া না দিয়ে থাকতে পারিনি। ভারতে গেরিলা প্রশিক্ষণ নিয়ে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সেক্টরে পাকবাহিনীর সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করি।