রবিবার , ৩০ জুলাই ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুলাই ৩০, ২০২৩ ৯:৪০ পূর্বাহ্ণ

‌‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ স্লোগানে নওগাঁয় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। রবিবার সকালে শহরের প্রাণকেন্দ্র মুক্তির মোড় নওযোয়ান মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। সকাল ১০টার দিকে ফিতা কেটে নওগাঁ জেলা প্রশাসন ও বনবিভাগ আয়োজিত এ মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ।

এর আগে নওযোয়ান মাঠের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নওগাঁ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ও নওযোয়ান ঈদগাহ সমিতির সভাপতি আব্দুল কাইয়ুম, বেসরকারি উন্নয়ন সংগঠন রাণীর নির্বাহী পরিচালক ফজলুল হক, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মোস্তাক আহমেদ প্রমুখ।

মেলায় ৫০টি স্টলে ফুল-ফলসহ নানা প্রজাতির গাছ রয়েছে। মেলার উদ্বোধনের পরপরই বিভিন্ন স্টল থেকে পছন্দের গাছ কিনতে নানা বয়সের মানুষেরা ভিড় করছেন। কেউবা মুঠোফোনে ছবি তুলছেন।

সর্বশেষ - সারাদেশ