বৃহস্পতিবার , ১০ আগস্ট ২০২৩ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

রোনালদোর গোলে এই প্রথম ফাইনালে আল নাসর

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ১০, ২০২৩ ৭:২৪ পূর্বাহ্ণ

নতুন মৌসুম এখনও শুরু হয়নি। তার আগে ঘরোয়া অন্য টুর্নামেন্টে আল নাসরকে নিয়ে দুরন্ত গতিতে ছুটছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বুধবার রাতেও গোল করলেন তিনি। তার গোলে ভর করে আরব ক্লাব চ্যাম্পিয়ন কাপের ফাইনালে উঠে গেছে আল নাসর।

রোনালদোর গোলেই প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে ইরাকি ক্লাব আল শোরতার বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পেয়েছে আল নাসর। শুধু তাই নয়, এই প্রথম টুর্নামেন্টটির ফাইনালে উঠলো সৌদি আরবের ক্লাবটি।

ম্যাচের শুরু থেকেই আল শোরতার ওপর প্রভাব বিস্তার করে খেলতে থাকে আল-নাসর। ম্যাচের ২২তম মিনিটের ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্ডারসন তালিসকার দারুণ এক শট ফিরিয়ে দেন শোরতার গোলরক্ষক বাসিল ফাদহিল।

এর কিছুক্ষণ পর ব্রজোভিচের থ্রো বল থেকে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্য ভেদ করেন রোনালদো। যদিও অফসাইডের অজুহাতে গোলটি বাতিল করে দেওয়া হয়। প্রথমার্ধে আল নাসরের অ্যালেক্স টেলেসের নেওয়া বুলেটগতির শট ফিরে আসে পোস্টে লেগে। প্রথমার্ধে দুর্দান্ত খেলেও গোলের দেখা পায়নি সৌদি আরবের ক্লাবটি।

দ্বিতীয়ার্ধে সাদিও মানে এবং রোনালদো জুটি ত্রাস সৃষ্টি করে শোরতার গোলমুখে; কিন্তু দুর্ভাগ্য তাদের, গোলটাই পাচ্ছিল না তারা। শেষ পর্যন্ত ৭৫তম মিনিটে পেনাল্টি পায় আল নাসর। ডি-বক্সের ভেতর সাদিও মানেকে ফাউল করা হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

স্পটকিক নেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার শট অনায়াসে জড়িয়ে যায় শোরতার জালে। ম্যাচের বাকি সময় আর গোল না পেলেও ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। ১৯৮২ সাল থেকে হয়ে আসা এ টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথমবার ফাইনালে উঠলো দলটি।

সর্বশেষ - সারাদেশ