রবিবার , ১৩ আগস্ট ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

পাকিস্তানে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হতে সংখ্যালঘুদের ওপর বাধা তুলে নেওয়ার দাবি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ১৩, ২০২৩ ১:১৭ অপরাহ্ণ

পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হতে সংখ্যালঘুদের ওপর সাংবিধানিক বাধা রয়েছে। সেই বাধা তুলে নেওয়ার দাবি করেছে দ্য মাইনোরিটিস অ্যালায়েন্স অব পাকিস্তান। সেই সঙ্গে দেশটির জাতীয় ও প্রাদেশিক পরিষদে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য আরও আসন বরাদ্দের দাবি তুলেছে গ্রুপটি।

পাকিস্তানের সংবিধানের ৪১ ও ৯১ অনুচ্ছেদ সংশোধন করে দেশটির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হতে অমুসলিমদের ওপর থেকে বাধা সরিয়ে নেওয়ার দাবি করা হয়। খবর ডনের।

শুক্রবার জাতীয় সংখ্যালঘু দিবসের এক র‌্যালিতে অ্যালায়েন্সটির চেয়ারম্যান আকমল ভাট্টি বলেন, ধর্মীয় বিভিন্ন আইনে সংশোধনী এনে সংখ্যালঘুদের ওপর এর অপব্যবহার রুখতে হবে।

ভাট্টি আরও বলেন, ধর্মীয় সংখ্যালঘুরা মাতৃভূমির জন্য জীবন বলি দিয়েছেন। পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার ও উন্নয়ন ত্বরান্বিত করতে সংখ্যালঘুদের ভূমিকা অনস্বীকার্য। আমরা পাকিস্তানের গর্বিত নাগরিক। তবে দুর্ভাগ্যজনকভাবে, কায়েদে আযম মোহাম্মদ আলি জিন্নাহর আদর্শ ও লক্ষ্য পাকিস্তান আজ ভুলে গেছে।

তিনি আরও বলেন, যারা পাকিস্তানের রাজনীতিতে ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারাই শান্তি ও সম্প্রীতি বিনষ্টের মূল কারিগর। র‌্যালিতে অংশ নেওয়া বক্তারা পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি (পিডিএম) ও ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) সমালোচনা করেছেন।

সর্বশেষ - সারাদেশ