রবিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

সৌদিতে বেসামরিক বিমান চলাচলের মুখপাত্র হিসেবে নিয়োগ পেলেন নারী

প্রতিবেদক
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ১:২৭ অপরাহ্ণ

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন একজন নারী। সম্প্রতি দেশটির কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বেড়েছে উল্লেখযোগ্য হারে।

গাল্ফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার নাম ইবতিসাম আল শিহরি।

জনসাধারণ ও মিডিয়ার সঙ্গে সম্পর্ক বৃদ্ধি, স্থানীয়-বিদেশি মিডিয়ার অনুসন্ধানের উত্তর দিতে এবং বিশ্বাসযোগ্য তথ্য-পরিসংখ্যান উপস্থাপনের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

৩৭ বছর বয়সী ইবতিসাম আল শিহরির মিডিয়াসহ বেশ কয়েকটি ক্ষেত্রে অভিজ্ঞা রয়েছে। কাজ করেছেন সরকারি প্রতিষ্ঠানেও।

২০১৯ সালে তিনি সৌদি আরবে শিক্ষা মন্ত্রণালয়ের প্রথম মুখপাত্র হন। যদিও তিনি জুলাই মাসে পদটি ছেড়ে দেন।

জানা গেছে, সৌদি আরব বেশ কিছু নীতিতে পরিবর্তন এনেছে। এরই অংশ হিসেবে নারীদের ক্ষমতায়ন করা হচ্ছে।

২০১৮ সালে প্রথমবারের মতো নারীদের গাড়ি চালানোর অনুমোদন দেওয়া হয়, যার মাধ্যমে কয়েক দশকের নিষেধাজ্ঞা বাতিল হয়।

সর্বশেষ - সারাদেশ