ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের জমজমাট নাইট আজ। মাঠে গড়াচ্ছে বেশ কয়েকটি আকর্ষণীয় ফুটবল লড়াই। ইতালিয়ান চ্যাম্পিয়ন ন্যাপোলির মুখোমুখি হতে নেপলস শহরে এখন সফর করছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। বায়ার্ন মিউনিখ মাঠে নামবে এফসি কোপেনহেগেনের বিপক্ষে। ইন্টার মিলান খেলবে বেনফিকার বিপক্ষে। আর্সেনাল মুখোমুখি হবে ফরাসী ক্লাব লেন্সের। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
বড় পরীক্ষার মুখোমুখি ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। মাঠের পরীক্ষার আগে নিজেদের পরীক্ষাই বড় ম্যানইউর সামনে। কারণ, নতুন মৌসুমেও সঙ্কট কাটেনি তাদের। গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের কাছে ০-১ গোলে হারের পরে সমালোচনায় বিদ্ধ দলটি। সে ধাক্কা সামলে ওঠার আগেই ফের নতুন পরীক্ষা রেড ডেভিলদের।
আজ (মঙ্গলবার) ঘরের মাঠে ম্যানইউ খেলবে তুরস্কের ক্লাব গালাতাসারের বিপক্ষে। পরিস্থিতি সামাল দিতে মাঠের বাইরের ঘটনায় বিতর্কিত ব্রাজিলীয় মিডফিল্ডার অ্যান্টোনিকে ফেরানোর কথা জানিয়েছেন কোচ টেন হ্যাগ। তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সে দলের সঙ্গে অনুশীলন করছে। প্রথম একাদশে অ্যান্টোনিকে খেলানোর একটা ভাবনা রয়েছে।’
হতাশ টেন হ্যাগ বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে আমাদের দলের ফল মোটেও আশাব্যঞ্জক নয়। কোচ হিসেবে সেই ব্যর্থতার পর্যালোচনা করা আমাকে রণকৌশল তৈরি করতে হচ্ছে। তবে যারা রয়েছে, তাদের নিয়ে মঙ্গলবারের ম্যাচে আমাদের সেরা ফুটবল খেলার চেষ্টা করতে হবে।’
সতর্ক বায়ার্ন
ম্যানইউ’র বিরুদ্ধে ঘরের মাঠে ৪-৩ গোলে জিতলেও এখনও ছন্দে ফিরতে পারেনি বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ এফসি কোপেনহেগেন।
কিন্তু বুন্দেসলিগায় গত সপ্তাহে আরবি লিপগিগের বিরুদ্ধে ২-২ ড্র হওয়ায় চিন্তিত বায়ার্ন শিবির। মিডফিল্ডার হোসুয়া কিমিচ বলেছেন, ‘আমরা একই ছন্দে পুরো ম্যাচ খেলতে পারছি না। সেটা না কাটালে ভবিষ্যতে বিপদ বাড়তে পারে।’
রিয়ালের ভরসা বেলিংহ্যাম
রিয়াল মাদ্রিদে পা রাখার পরে রীতিমতো আগ্রাসী হয়ে উঠেছেন ইংল্যান্ড তারকা জুদ বেলিংহ্যাম। সান্তিয়াগো বার্নাব্যুয়ে তিনিই এখন সেরা তারকা। তাকে সামনে রেখেই রিয়াল মাদ্রিদ খেলবে নাপোলির বিরুদ্ধে।
সোমবার সংবাদ সম্মেলনে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি তার নতুন অস্ত্রকে নিয়ে বলেছেন, ‘জুদকে কিছুই বলে দিতে হয় না। ওকে নিজের মতো খেলার স্বাধীনতা দেওয়া হয়েছে।’