‘ঢাকা উত্তরে ১৮টি পার্ক ও চারটি খেলার মাঠ নির্মাণ করেছি। মাঠ ও পার্কগুলো রক্ষা করতে হবে। সিটি কর্পোরেশন মাঠ নির্মাণ করলেও তা কিন্তু জনগণই ব্যবহার করবে। তাই, মাঠের যেন কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে এলাকাবাসীকে সচেতন হতে হবে। আমি এলাকাবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, উন্নয়ন করা মাঠ-পার্ক আপনারা রক্ষা করবেন।’
মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর মধুবাগ এলাকায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল কমপ্লেক্স পাঠাগার ও মধুবাগ মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল।
ডিএনসিসির মেয়র বলেছেন, ‘দখলমুক্ত করে আধুনিক সুবিধাসম্বলিত মাঠ ও পার্ক নির্মাণ করেছি। খেলাধুলার সুযোগ মাদকমুক্ত সমাজ গড়তে সহায়তা করবে। একটা শ্রেণি চেয়েছিল, বনানী পার্কে গাড়ির পার্কিং সেন্টার করবে। বড়লোকদের গাড়ি পার্কিং করবে সেখানে। কিন্তু, আমি জনগণের জন্য উন্মুক্ত পার্ক নির্মাণ করে দিয়েছি। টেন্ডারের মাধ্যমে মাঠ ও পার্কগুলো মেইনটেইন করার জন্য দায়িত্ব দেবো। তাহলে এর সঠিক ব্যবস্থাপনা হবে।’
মধুবাগ এলাকায় রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে, উল্লেখ করে মেয়র বলেন, ‘একসময় এই মধুবাগে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা হতো। মধুবাগে এখন আর জলাবদ্ধতা হয় না। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। বৃষ্টি হলে এখন অল্প সময়ের মধ্যেই পানি নেমে যায়।’
বক্তৃতা শেষে ডিএনসিসির মেয়র অতিথিদের সঙ্গে নিয়ে মাঠ উদ্বোধন এবং মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল কমপ্লেক্স পাঠাগারে আইসিটি মন্ত্রণালয়ের সহযোগিতায় একটি শেখ রাসেল ডিজিটাল আইসিটি ল্যাব করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম, ডিএনসিসির কাউন্সিলরবৃন্দ এবং প্রকল্প পরিচালক মোহাম্মদ আবুল কাশেমসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।