ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী ও নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া নেতা-কর্মীদের নিয়ে উঠান বৈঠক করেছেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ শুক্রবার বিকেলে সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদি গ্রামের মাতুব্বর বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেন, বর্তমান সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র করছে তা কোন কাজেই আসবে না। নির্বাচন যথা সময়ে এবং শেখ হাসিনার অধীনেই হবে।
তিনি আরো বলেন, আসন্ন নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। এবারের নির্বাচনে পুনঃরায় নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ লেবু মোল্লা, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হরিশ চন্দ্র দাস, পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ ইউনুছ সেখ।
উঠান বৈঠক শুরুর আগে মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ হাফিজুর রহমান ও সাবেক মেম্বার জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিভিন্ন দলের কয়েকশ কর্মী-সমর্থক এ্যাডভোকেট জামাল হোসেন মিয়ার হাতে ফুল দিয়ে দলে যোগদান করেন।