সোমবার , ৬ নভেম্বর ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

দেড় লাখ টন আলু আমদানির অনুমতি, এলো ২৭০০ টন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ৬, ২০২৩ ৪:২৪ অপরাহ্ণ

গত সাত দিনে এক লাখ ৬২ হাজার টন আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার। অনুমতির বিপরীতে ২ হাজার ৭০০ টন আলু দেশে এসেছে।

সোমবার (৬ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আলু আমদানির এ তথ্য জানানো হয়েছে।

দেশের বাজারে আলুর দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় এই কৃষিপণ্যটি আমদানির সিদ্ধান্ত নেয় সরকার।

চলতি বছরের শুরু থেকেই আলুর বাজার চড়া। এরমধ্যে বেশিভাগ সময় আলুর দাম প্রতি কেজি ৫০ টাকায় ছিল। যেখানে সাধারণ মানুষ ২০ থেকে ২৫ টাকায় আলু কিনতে অভ্যস্ত। তবে শেষ পর্যন্ত কয়েক দফা দাম বেড়ে খুচরা দোকানে আলু ৬০ টাকা পর্যন্ত উঠেছে।

এরমধ্যে গত ৩০ অক্টোবর আলু আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। এরপর ৩১ অক্টোবর হিমাগার থেকে প্রতি কেজি আলু ২৬ থেকে ২৭ টাকায় বিক্রি করতে সারাদেশে জেলা প্রশাসকদের নির্দেশ দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

এসব উদ্যোগের প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। আলুর দাম এখন কিছুটা কমতির দিকে।

সর্বশেষ - সারাদেশ