শনিবার , ১৮ নভেম্বর ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

বৃষ্টিতে ঢাকার বায়ুর মানের উন্নতি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৩ ৫:০৪ পূর্বাহ্ণ

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে শুক্রবার সারাদেশে দিনভর বৃষ্টি হয়েছে। এতে ঢাকার বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে। অন্যদিকে, দূষণ মাত্রার দিক থেকে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর।

শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টা ৪ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা লাহোরের দূষণ স্কোর ৪০৩ অর্থাৎ সেখানকার বায়ু দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এই শহরটির স্কোর ৩২৩ অর্থাৎ সেখানকার বায়ু বিপজ্জনক পর্যায়ে রয়েছে।

তৃতীয় অবস্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি এবং চতুর্থ অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ।

অন্যদিকে, রাজধানী ঢাকা অবস্থান ৫৯ তম। এর অর্থ দাঁড়ায় ঢাকার বায়ুর মান মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সর্বশেষ - সারাদেশ