বুধবার , ২২ নভেম্বর ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল টেলিভিশন বন্ধ করায় ছেলেকে হত্যা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ২২, ২০২৩ ১০:২১ পূর্বাহ্ণ

টেলিভিশনে চলছিল ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ভারত-অস্ট্রেলিয়ার সেই মেগা ম্যাচ নিয়ে গোটা ভারতের মতোই উত্তেজনায় ফুটছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা গণেশ প্রসাদ। কিন্তু রোববার খেলা চলাকালে ঝগড়া বেধেছিল ছেলের দীপকের সঙ্গে।

বাবার ওপর রেগে গিয়ে টিভি বন্ধ করে দিয়েছিল দীপক। এতেই মেজাজ হারিয়ে ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করেন গণেশ।

পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা গণেশ প্রসাদ। গত রোববার ছিল বিশ্বকাপ ফাইনাল। গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। ঘরে বসে টিভিতে খেলা দেখছিলেন গণেশ। এর মধ্যেই ছেলে দীপক বাবাকে খাবার বানাতে বলে। যদিও গণেশ জানিয়ে দেন, তিনি এখন খাবার বানাতে পারবেন না। কয়েক বার অনুরোধের পর রেগে গিয়ে টিভি বন্ধ করে দেয় দীপক।

বাবা-ছেলের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এক সময় তার দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে ছেলেকে হত্যা করেন বাবা। ঘটনার পরই বাড়ি ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত।

প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পুলিশ দীপককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। যদিও চিকিৎসকরা জানান, এরই মধ্যে মৃত্যু হয়েছে তার। তদন্তে নেমে অভিযুক্ত গণেশ প্রসাদকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

সর্বশেষ - সারাদেশ