বুধবার , ২৯ নভেম্বর ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

আবেগাপ্লুত আইনমন্ত্রী, ভোট নয় চাইলেন দোয়া

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ২৯, ২০২৩ ১:০১ অপরাহ্ণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় এসেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

বুধবার (২৯ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এলে নেতাকর্মীরা আইনমন্ত্রীকে স্বাগত জানান। পরে তিনি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন।

আইনমন্ত্রী তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে নির্বাচন করবেন। নির্বাচনী বিধি যেন লঙ্ঘন না হয়, সেজন্য ঢাকা থেকে আখাউড়ায় না নেমে কুমিল্লায় চলে যান আইনমন্ত্রী। পরে সেখান থেকে তিনি সড়ক পথে কসবায় আসেন।।

পথে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মন্ত্রী। তবে নিয়ম মেনে ভোট না চেয়ে দোয়া প্রার্থনা করেন তিনি।

jagonews24

কসবায় প্রবেশের পথে সড়কে নেতাকর্মীরা জড়ো হলো তাদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, ‘ভোট চাইতে পারবো না। ১৮ তারিখ পর্যন্ত প্রচারণা করতে দেবে না নির্বাচন কমিশন। এটা আইন। আমি আইন মেনে চলবো। আপনারা যে দায়িত্ব দিয়েছিলেন সন্তান হিসেবে সেটা পালন করেছি। প্রথমদিন বলেছিলাম পাশে থাকবো। আমি ১০ বছর আর কিছু করি নাই পাশে থাকা ছাড়া। সুখে-দুঃখে পাশে ছিলাম আপনাদের। নির্বাচন আসন্ন। আপনারা ভোট দেবেন।’

এসময় আপ্লুত হয়ে তিনি বলেন, ‘যারা আমার বয়সে বড় ছিলেন তাদের সন্তান হিসেবে কাজ করেছি। যারা বয়সে ছোট তাদের অভিভাবক হিসেবে কাজ করেছি। আমি ভুলত্রুটি করতে পারি। কিন্তু সন্তানকে যেভাবে মাফ করে দেন আমাকেও সেইভাবে মাফ করে দিয়েন। আর যদি কোনো উপকার করে থাকি দোয়া করবেন আমার জন্য। আমি ফিরে আসবো। ১৮ তারিখ প্রচারণা শুরু হলে কথা বলবো।’

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাব আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘নির্বাচনের পিছানো না পিছানোর বিষয়টি সম্পূর্ণ নির্বাচন কমিশনের বিষয়। এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে এটা বলতে পারি নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করলে জবাব দেওয়া হবে।’

সর্বশেষ - সারাদেশ