শুক্রবার , ২২ ডিসেম্বর ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

নেইমারবিহীন আল হিলাল প্রতিপক্ষকে উড়িয়ে দিলো ৭ গোলে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২৩ ৫:১৮ পূর্বাহ্ণ

দলের প্রধান আকর্ষণ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র দলে না থাকলেও টানা জয়ে উড়ছে তার ক্লাব আল হিলাল। এবার প্রতিপক্ষ আবহাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

গতকাল বৃহ্স্পতিবার রাতে ঘরের মাঠ প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে খেলতে নেমে হ্যাকট্রিক করেছেন আল হিলাল তারকা সার্গেই মিলিনকোভিক স্যাবিক। সার্বিয়ান এই মিডফিল্ডার গোল করেন ১৮, ৭৯ ও অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে (৯০+৫)।

এছাড়া দলের হয়ে বাকি ৪টি গোল করেন যথাক্রমে আলেক্সান্ডার মিট্রোভিক (২৫ মিনিটে পেনাল্টি থেকে), সালেম আল দাওয়াসারি (৭২ মিনিটে), মোহাম্মদ কানো (৮২ মিনিটে) ও রুবেন নাভিস (৮৬ মিনিটে)।

অপরদিকে আল হিলালের বিপক্ষে মাঠে পাত্তাই পায়নি আবহা। শক্তিশালী আল হিলালের বিপক্ষে কোনো গোল পাইনি, একটি আক্রমণও করতে পারেনি সফরকারীরা। ফলে ৭-০ গোলের বিশাল জয় পেয়েছে আল হিলাল।

চলতি মৌসুমে সৌদি প্রো লিগের খেলায় ১৮ ম্যাচ খেলে ১৬টিতেই জয় পেয়েছে আল হিলাল। ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তারা। অপরদিকে সমান ম্যাচ খেলে মাত্র ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের নীচ থেকে তৃতীয়স্থানে রয়েছে আবহা। ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর।

সর্বশেষ - সারাদেশ