বুধবার , ২৭ ডিসেম্বর ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

নিখোঁজ দুই বিএনপি নেতার সন্ধান চেয়ে রিট শুনানি আজ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ২৭, ২০২৩ ৫:২০ পূর্বাহ্ণ

বগুড়ার কাহালু উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নেওয়ার পর নিখোঁজ উপজেলা বিএনপির দুই নেতার সন্ধান চেয়ে দায়ের করা রিটের বিষয়ে হাইকোর্টে শুনানি হওয়ার কথা রয়েছে আজ।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আইনজীবী মো. মাকসুদ উল্লাহ।

বুধবার (২৭ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

এর আগে বগুড়ার কাহালু উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নেওয়ার পর নিখোঁজ উপজেলা বিএনপির দুই নেতার সন্ধান চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়।

নিখোঁজ দুই নেতা হলেন- কাহালু উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন হৃদয় ও উপজেলা বিএনপির ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

রিটে আইন মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক, গোয়েন্দা পুলিশ, র্যাব, বগুড়ার কাহালু থানার ওসিসহ সংশ্লিষ্টের রিটে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনের বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিজয়ের মাসে গত ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবসে বিএনপি নেতা আনোয়ার হোসেন হৃদয় ও দেলোয়ার হোসেনকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে পরিবারের দাবি। নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন এবং জিডি করেন। কিন্তু দুঃখজনকভাবে ২৬ ডিসেম্বর পর্যন্ত তাদের আদালতে উপস্থাপন করা হয়নি। তাদের বিরুদ্ধে কোনো মামলাও ছিল না।

এর আগে গত ২০ ডিসেম্বর বগুড়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আনোয়ার হোসেন হৃদয়ের স্ত্রী আঁখি বেগম আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার স্বামীকে তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ করেন।

পরিবারের দাবি, গত ১৪ ডিসেম্বর বগুড়ার শেরপুর পল্লী উন্নয়ন একাডেমি থেকে ফেরার পথে অফিসের গেট থেকে বিকেল সাড়ে ৫টার দিকে ডিবি পরিচয়ধারী সাদা পোশাকে তিন-চারজন আনোয়ার হোসেনকে তুলে নিয়ে যায়।

একই দিন রাত ৯টার দিকে পাশের দুপচাঁচিয়া উপজেলা পরিষদের গেট থেকে দেলোয়ার হোসেনকেও আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে দাবি পরিবারের।

সর্বশেষ - সারাদেশ