বুধবার , ২৭ ডিসেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

লোহিত সাগরে ফের বাণিজ্যিক জাহাজে হামলা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ২৭, ২০২৩ ৮:২২ পূর্বাহ্ণ

লোহিত সাগরে ফের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বাণিজ্যিক জাহাজটি পাকিস্তানের দিকে যাচ্ছিল। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এই হামলা চালানো হয়।

সম্প্রতি লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার ঘোষণা দেয় হুথি বিদ্রোহীরা। বিশেষ করে ইসরায়েলগামী জাহাজে। গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা কার্যকর না করা পর্যন্ত এই হামলা চালানো হবে বলেও জানানো হয়েছে।

এমএসসি ভূমধ্যসাগরীয় শিপিং জানিয়েছে, সৌদি আরবের কিং আবদুল্লাহ বন্দর থেকে করাচি যাওয়ার পথে তাদের জাহাজ ইউনাইটেড ভি৮ এ হামলা চালানো হয়েছে। তবে এতে ক্রুদের কোনো ক্ষতি হয়নি।

জাহাজটি হামলার শিকার হয়েছে এই তথ্য নিকটবর্তী নৌবাহিনীর জোটকে জানানো হয়েছিল। এসময় জাহাজটি হামলা এড়িয়ে যাওয়ার কৌশলও অবলম্বন করে।

এদিকে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, লোহিত সাগরে একটি শত্রু টার্গেটকে প্রতিহত করা হয়েছে।

হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া একটি টেলিভিশন ভাষণে বলেছেন, ক্রুরা সতর্কতার প্রতিক্রিয়া জানাতে ব্যর্থ হওয়ার পরে জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়।

অন্যদিকে ভারতীয় বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনায় মুখ খুলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, সমুদ্রের গভীর থেকে হলেও হামলাকারীদের খুঁজে বের করবে ভারত।

রাজনাথ বলেন, আরব সাগরে এমভি ক্যাম প্লুটো ও লোহিত সাগরে এমভি সাই বাবার ওপরে হওয়া ড্রোন হামলাকে সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। নৌসেনা নজরদারি বাড়িয়েছে। যারাই এই হামলা চালিয়েছে তাদের সমুদ্রগর্ভ থেকে হলেও খুঁজে বের করব আমরা। যারা এর পিছনে রয়েছে তাদের বিচার হবে।

সূত্র: জিও নিউজ

সর্বশেষ - সারাদেশ