বড় জয় দিয়েই বছর শুরু করেছে লিভারপুল। নিউক্যাসল ইউনাইটেডকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। কিন্তু অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় জয়ের আনন্দ ম্লান হয়েছে ক্লপের। মাঠেই বিয়ের রিং হারিয়ে পাগলপ্রায় হয়ে গেছেন লিভারপুল কোচ। যদিও পরে ক্যামেরাপার্সনের খোঁজাখুজিতে রিংটা ফিরে পান তিনি।
সোমবার রাতে দলের এমন জয় মাঠে গিয়েই উদযাপন করতে গেছেন ক্লপ। সেখানেই ঘটে দুর্ঘটনা। পরে ক্যামেরার মাধ্যমে মাঠে ব্যাপক অনুসন্ধান চালানো হয়। রিংটি ফিরে পেলে সেটিতে চুম্বন করেন ক্লপ।
রিং ফিরে পেয়ে ক্লপ বলেন, ‘এটি একটি বড় আঘাত ছিল। কিন্তু আমি সেটি ফিরে পেয়েছি।’
এর আগে আরও একবার ক্লপ রিংটি হারিয়ে ফেলেছিলেন। তখন এটি সাগরে পড়ে গিয়েছিল। পরে পেশাদার ডুুবুরি দিয়ে তিনি সেটি উদ্ধার করেছিলেন।
গতকাল রাতে অ্যানফিল্ডে মোহাম্মদ সালাহর জোড়া গোলে বড় জয় পেয়েছে লিভারপুল। এ জয়ে অ্যাস্টন ভিলা থেকে তিন পয়েন্ট এগিয়ে গেছে অলরেডরা। বড় জয় পাওয়ায় শিষ্যদের অভিনন্দন জানিয়েছেন ক্লপ। এ সময় তিনি উচ্ছ্বসিত সমর্থকদের দিকেও এগিয়ে যান। তখনও তিনি রিং হারিয়ে যাওয়ার বিষয়টি টের পাননি।
চলতি মৌসুমে ২০ ম্যাচ খেলে শীর্ষে থাকা লিভারপুুলের পয়েন্ট ৪৫। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাস্টন ভিলা। এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি।