কুষ্টিয়া-৩ (সদর) আসনে সংসদ নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ এনে সহিংসতার প্রতিবাদ ও পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মেয়রপুত্র পারভেজ আনোয়ার তণুর সমর্থকরা।
বুধবার (১০ জানুয়ারি) দুপুরে শহরের কালেক্টরেট চত্বরের সামনে মানববন্ধনের আয়োজন করেন তণুর সমর্থকরা। এসময় বক্তব্য রাখেন তণুর বাবা কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পাঁচবারের নির্বাচিত পৌর মেয়র আনোয়ার আলীসহ অন্যরা। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এহেতেশাম রেজার কাছে স্মারকলিপি দেওয়া হয়।
এ আসনে এক লাখ ২৭ হাজার ৮০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনু ঈগল প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ১৮১ ভোট।
মানববন্ধনে প্রবীণ রাজনীতিবিদ আনোয়ার আলী বলেন, কুষ্টিয়ায় নির্বাচনের নামে প্রহসন হয়েছে। এখানে প্রশাসনকে ব্যবহার করে ভোট ডাকাতি করা হয়েছে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এহেতেশাম রেজা বলেন, এ সংক্রান্ত একটি স্মারকলিপি হাতে পেয়েছি। তবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয়েছে।