বৃহস্পতিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

হিলি দিয়ে ভারত থেকে প্রথমবারের মতো আমদানি হলো নারকেল

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২৪ ৪:২৭ অপরাহ্ণ

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে নারকেল আমদানি করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ভারত থেকে নারকেলবোঝাই দুটি ট্রাক হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ওই দুটি ট্রাকে এক হাজার বস্তায় ৫০ টন নারকেল আমদানি হয়েছে বলে স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

ভারত থেকে প্রথমবারের মতো আমদানি হলো কচুমুখি

হিলি স্থলবন্দর শুল্ক স্টেশন সূত্র জানায়, ভারতের তামিলনাড়ু রাজ্যের এনায়েতপুর এলাকার আনান্দান অ্যান্ড কোম্পানি নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব নারকেল রপ্তানি করেছে। আর বাংলাদেশের হিলি স্থলবন্দরের মেসার্স নাশাত ট্রেডার্স এসব নারকেল আমদানি করেছে। ভারত থেকে প্রতি টন নারকেল আমদানিতে ২৫০ ডলার খরচ পড়েছে।

হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কমেছে, দাম শতকের বেশি

ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হওয়া নারকেল
ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হওয়া নারকেলছবি: সংগৃহীত

মেসার্স নাশাত ট্রেডার্সের স্বত্বাধিকারী নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ভারতে প্রতি টন নারকেল কিনতে ২৫০ ডলার খরচ পড়েছে। আমার প্রতিষ্ঠানের নামে কাল-পরশু আরও ছয় ট্রাক নারকেল আসবে। ঢাকা ও চট্টগ্রামে এসব নারকেলের চাহিদা বেশি। পরিবহন খরচ ও বন্দরে অন্যান্য চার্জ পরিশোধ করে আগে হিসাব–নিকাশ করে দেখি, তারপর দেশে দাম বলা যাবে। যেখানে পাঠালে পরতা (লাভ) বেশি হবে, সেখানে পাঠাব।’

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুরু হলো আলু আমদানি

হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপসহকারী সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী প্রথম আলোকে বলেন, ‘আজ হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫০ টন নারকেল আমদানি হয়েছে। ভারত থেকে প্রথমবারের মতো হিলি স্থলবন্দর দিয়ে নারকেল আমদানি হলো। বিকেলে আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে নারকেল আমদানির বিষয়ের সব কাগজপত্র যাচাই-বাছাই করা হয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমদানিকারক প্রতিষ্ঠানকে সঙ্গনিরোধ সনদ প্রদান করা হয়েছে।’

সর্বশেষ - সারাদেশ