সোমবার , ৪ মার্চ ২০২৪ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

বক্তব্য দিতে সময় কম বরাদ্দ সংসদের কার্যক্রম থেকে ১০ মিনিটের ‘বিরতি’ লতিফ সিদ্দিকীর

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মার্চ ৪, ২০২৪ ৩:৪৯ অপরাহ্ণ

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিতে ১০ মিনিট সময় দেওয়া হয়েছিল স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকীকে। তিনি এটাকে ‘উপহাস’ আখ্যা দিয়ে আলোচনায় অংশ নেননি। তাঁর জন্য বরাদ্দ করা ১০ মিনিটের জন্য তিনি নিজেকে সংসদের কাজ থেকে বিরত রাখার ঘোষণা দেন।

আজ সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সময় এই ঘটনা ঘটে। রাত আটটার দিকে আলোচনায় অংশ নেওয়ার জন্য আবদুল লতিফ সিদ্দিকীকে আহ্বান জানান স্পিকারের আসনে থাকা ডেপুটি স্পিকার শামসুল হক। বক্তব্য দেওয়ার জন্য তাঁকে ১০ মিনিট সময় দেন ডেপুটি স্পিকার।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক (বহিষ্কৃত) সদস্য লতিফ সিদ্দিকী তখন দাঁড়িয়ে বলেন, ‘উচ্চাসনে যাঁরা বসেন, তাঁদের নিম্নে অবস্থিত ব্যক্তিদের উপহাস করতে বোধ হয় আনন্দ হয়। কিন্তু আমি মাননীয় স্পিকার, এই পরিহাসে অংশগ্রহণ করতে সম্মত নই। আমার অন্তরাত্মা সায় দিচ্ছে না। তাই যে ১০ মিনিট আমাকে দিয়েছেন, সেই ১০ মিনিট আমি এই সংসদের কার্যক্রম থেকে নিজেকে বিরত ঘোষণা করছি।

এরপরই লতিফ সিদ্দিকীকে নিজের আসন ছেড়ে চলে যেতে দেখা যায়। প্রায় ১০ মিনিট পর তিনি আবার সংসদের অধিবেশনকক্ষে ফিরে আসেন।

উল্লেখ্য, পবিত্র হজ নিয়ে বিতর্কিত মন্তব্যের জের ধরে ২০১৪ সালে মন্ত্রিসভা থেকে বাদ পড়েন আবদুল লতিফ সিদ্দিকী। দশম সংসদে তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ছিলেন। পরে দল থেকেও তিনি বহিষ্কৃত হন। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে টাঙ্গাইল-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বরিশাল-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পঙ্কজ নাথ বলেন, ‘আমরা এ শিবির থেকে যত বেশি কথা বলব, তত বেশি সংসদ কার্যকর হবে। সময় একটু বেশি দিলে…লতিফ সিদ্দিকী সাহেব অভিমান করেছেন, তিনি করতেই পারেন সিনিয়র, মুক্তিযোদ্ধা। ১৫ মিনিট সময় দিলে আবারও বলবেন। আমার অনুরোধ থাকবে, ১৫ মিনিট সময় দিয়ে তাঁকে যেন কথা বলার সুযোগ দেওয়া হয়।’

পঙ্কজ নাথ তাঁর বক্তব্যে ২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর সারা দেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলো তদন্তে গঠিত সাহাবুদ্দীন কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি দাবি জানান।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

পঞ্চম বাংলাদেশি হিসেবে বাবর আলীর এভারেস্ট জয়

নাসিরের ঢাকাকে উড়িয়ে দিয়েছে চট্টগ্রাম

তিন পার্বত্য জেলায় নেই নির্বাচনী উত্তাপ, প্রচারণায় কেবল আওয়ামী লীগ

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে ব্যাংকের পাওনা ৫১ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

আর্থিক প্রতিষ্ঠানের ১৫ শতাংশের বেশি শেয়ার কেনা যাবে না

বঙ্গবাজারে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ২০ লাখ টাকা দিলেন তৃতীয় লিঙ্গের সদস্যরা

ডেঙ্গুতে অক্টোবরে রেকর্ড ৮৬ মৃত্যু, হাসপাতালে ২১৯৩২ রোগী

মমতাজ বেগমের অভিযোগ, কয়েকটি কেন্দ্রে কারচুপি করে তাঁকে পরাজিত করা হয়েছে

ইউএস ট্রেড শোতে ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন

৩ উইকেটে ৩৫ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে আফগানিস্তান