শুক্রবার , ২৪ মে ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

১৪ দলের বৈঠক ক্ষোভ উগরে দিলেন শরিক নেতারা, শেখ হাসিনার কণ্ঠে ঐক্যের সুর

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মে ২৪, ২০২৪ ৫:০৭ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন বণ্টন নিয়ে নানা নাটকীয়তায় দূরত্ব তৈরি হয়েছে ১৪ দলে। পুঞ্জিভূত ক্ষোভ ছিল শরিক নেতাদের মাঝে। এ নিয়ে গণমাধ্যমের প্রশ্নের সম্মুখীন হয়েছেন খোদ জোটনেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এসবের মধ্যেই দীর্ঘ সাড়ে পাঁচ মাসেরও বেশি সময় পর বৈঠকে বসে নিজেদের ক্ষোভ উগরে দিলেন ১৪ দলের শরিক নেতারা।

গণভবনে বৈঠকটি শুরু হয় বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যা ৭টায়। শেষ হয় রাত সাড়ে ১০টার পর। প্রায় সাড়ে তিন ঘণ্টার ওই বৈঠকে জোটনেত্রী শেখ হাসিনাসহ শরিক দলগুলোর শীর্ষ নেতারা অংশ নেন। বৈঠকের শুরুতেই বক্তব্য দেন শেখ হাসিনা। এরপর একে একে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারীসহ শরিক দলগুলোর শীর্ষ নেতারা বক্তব্য দেন।

সূচনা বক্তব্যে জোটের প্রশ্নে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির বক্তব্যে ছিল ঐক্যের সুর। দেশ ও জোটের প্রয়োজনে ঐক্য সমুন্নত রাখার পক্ষে নমনীয় বক্তব্য দেন তিনি। এ বিষয়ে জোট শরিকদের কথা শুনবেন, ভবিষ্যতে কী করা যায়, কর্মপন্থা নির্ধারণ করবেন- এমনও ইঙ্গিত দেন।

জোটের প্রশ্নে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির বক্তব্যে ছিল ঐক্যের সুর। দেশ ও জোটের প্রয়োজনে ঐক্য সমুন্নত রাখার পক্ষে নমনীয় বক্তব্য দেন তিনি। এ বিষয়ে জোট শরিকদের কথা শুনবেন, ভবিষ্যতে কী করা যায়, কর্মপন্থা নির্ধারণ করবেন- এমনও ইঙ্গিত দেন

পরে রুদ্ধদ্বার বৈঠকে শরিকদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের প্রশ্নের নমনীয় ও ঐক্য ধরে রাখার পক্ষেই জবাব দেন জোটের শীর্ষ নেতা।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা জাগো নিউজকে বলেন—বৈঠকে শেখ হাসিনার পর কথা বলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি তার বক্তব্যে বলেন, ‘গত সংসদ নির্বাচনের সময় জোট থেকে আমাদের প্রার্থী করা হয়। সেখানে আবারও আওয়ামী লীগের নেতা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। আমি আপনার (প্রধানমন্ত্রী) সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সাক্ষাৎ করতে পারলাম না। নির্বাচন হয়ে গেল, এরপরও দেখা করবো, তা-ও হলো না। এখন আমার প্রশ্ন, জোটের প্রাসঙ্গিকতা আছে কি না? জোটের গতিবিধি কোন পথে? আপনি যেভাবে বলবেন, সেভাবেই হবে। আপনার মুখ থেকে আমরা শুনতে চাই।’

মেননের বক্তব্যের জবাবে জোটনেত্রী শেখ হাসিনা বলেন, ‘জোটের প্রাসঙ্গিকতা আছে বলেই আপনাদের ডেকেছি। জোট থাকবে না কেন? জোট আছে, ছিল, থাকবে।’

এরপর কথা বলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি হাসানুল হক ইনু। তিনিও ক্ষোভ ঝাড়েন। ইনু বলেন, ‘জোটের প্রার্থী করে লাভ কী হলো? সেখানে আওয়ামী লীগ নেতা প্রার্থী হয়ে গেলেন। আমাকে নৌকার লোকের বিরুদ্ধে ভোট করতে হলো। আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা বললেন, জোট নেই। এখনো আওয়ামী লীগের দায়িত্বশীল নেতা-মন্ত্রী-এমপিরা যখন বলেন, জোট নেই, তখন তো প্রশ্ন থেকেই যায়, জোটের গতি কোনো পথে? প্রাসঙ্গিকতা আছে কি? সাংবাদিকরাও প্রশ্ন করেন, জোটের অস্তিত্ব আছে কি না? এখন আপনার কাছেই সমাধান চাই। পরিষ্কার করুন। জোটের সামনে ভিশন-মিশন কী? কী নিয়ে কাজ করবো আমরা।’

আমি তো আগেই বলেছি, জোট আছে, থাকবে। নির্বাচন নিয়ে তো নানামুখী ষড়যন্ত্র ছিল। নির্বাচন বানচাল করার বড় চক্রান্ত ছিল। শুধু কি তা-ই? নির্বাচন ঠেকানোই নয়, আমার বিরুদ্ধেও ষড়যন্ত্র ছিল। আমাকে মেরে ফেলার চক্রান্ত ছিল। আমি এসব পরোয়া করি না।- শেখ হাসিনা

ইনুর ক্ষোভেরও নমনীয় জবাব দেন আওয়ামী লীগ সভাপতি ও জোটনেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমি তো আগেই বলেছি, জোট আছে, থাকবে। নির্বাচন নিয়ে তো নানামুখী ষড়যন্ত্র ছিল। নির্বাচন বানচাল করার বড় চক্রান্ত ছিল। শুধু কি তা-ই? নির্বাচন ঠেকানোই নয়, আমার বিরুদ্ধেও ষড়যন্ত্র ছিল। আমাকে মেরে ফেলার চক্রান্ত ছিল। আমি এসব পরোয়া করি না। আমি দেশের জনগণের জন্য কাজ করে যাবো। জোটের কার্যকারিতা আছে। আপনারাই ছিলেন, আপনারাই থাকবেন। একসঙ্গেই আমরা থাকবো।’

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, ‘আওয়ামী লীগের নেতা-মন্ত্রীরা বলেন, বামদলের ভোট নেই। আমাদের নিজস্ব কোনো ভোট নেই। আমাদের যদি ভোট না থাকে, তাহলে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের কী ভোট আছে? তিনি কীভাবে কক্সবাজার থেকে এমপি হয়ে আসেন? তার কত ভোট? আমাদের বলেন, শক্তি বাড়াতে। কীভাবে শক্তি বাড়াবো?’

দিলীপ বড়ুয়ার বক্তব্যের তেমন জবাব দেননি জোটনেত্রী। পরে কথা বলেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। দীর্ঘ বক্তৃতায় তিনি বলেন, ‘নির্বাচনের আগে অনেক কিংস পাটি তৈরি হয়েছিল। আমার নির্বাচনী এলাকায় এক কিংস পার্টির নেতাকে বিজয়ী করে আনতে আওয়ামী লীগের একাধিক নেতা কলকাঠি নাড়লেন। অথচ আমি জামায়াতের বিরুদ্ধে মামলা করেছি, আরও অনেক হিডেন কাজ করেছি, যার বেনিফিশিয়ারি আওয়ামী লীগ। সেখানে আমাকেই বাদ দেওয়া হয়েছে। আমিও নির্বাচনের আগে কোনো কথা বলিনি। কারণ আমি চাই জোটের ঐক্য থাকুক। কিন্তু কিছু নেতা তো চান না ১৪ দলীয় জোট থাকুক।’

সংসদ নির্বাচনের সময় জোট থেকে আমাদের প্রার্থী করা হয়। সেখানে আবারও আওয়ামী লীগের নেতা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। আমি আপনার (প্রধানমন্ত্রী) সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সাক্ষাৎ করতে পারলাম না। নির্বাচন হয়ে গেল, এরপরও দেখা করবো, তা-ও হলো না।- রাশেদ খান মেনন

মাইজভান্ডারীর বক্তব্যের জবাবেও নমনীয় ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসতে হাসতে বলেন, ‘কিংস পার্টির কথা বলছেন, আপনার আসনে তো আপনার ভাতিজা প্রার্থী হয়েছিল। পরিবার ঠিক রাখতে পারেন না, এটাও কি আমাদের দোষ?’

এভাবে তিন ঘণ্টারও বেশি সময় ১৪ দলের শরিক দলগুলোর নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্তর দেন জোটনেত্রী শেখ হাসিনা। তিনি তার বক্তব্যে জোটে ঐক্য ধরে রাখার পক্ষেই মত দেন।

বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমের কাছে দাবি করেন, ‘১৪ দলীয় জোটের দলগুলোকে সংগঠিত, আরও জনপ্রিয় করে তুলতে আহ্বান জানান জোটনেত্রী শেখ হাসিনা। অসাম্প্রদায়িক চেতনা, মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যেতে দলগুলোকে ঐক্যবদ্ধ করতে নির্দেশনা দেন তিনি। সাড়ে তিন ঘণ্টা পিএম নেতাদের কথা শুনেছেন। নেতারাও তাদের বিস্তারিত কথা বলেছেন। দূরত্বের কথা নেতারা যেটা বলতেন, এই বৈঠকের পর আর দূরত্ব থাকবে না।’ মন্ত্রিসভায় সদস্য না থাকা নিয়ে ১৪ দলের নেতারা কিছু বলেননি বলেও জানান ওবায়দুল কাদের।

বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে রাশেদ খান মেনন জাগো নিউজকে বলেন, ‘১৪ দল সংগ্রাম ও নির্বাচনে একসঙ্গে ছিল। রাজনৈতিকভাবে সরকারের বিরুদ্ধে যখন আক্রমণ বা আমেরিকার ভূমিকা ছিল, তখন আমরা পাশাপাশি ছিলাম। অতীতেও একসঙ্গে ছিলাম। একটা সামরিক-বেসামরিক গোষ্ঠী অর্থনৈতিক খাতে নৈরাজ্য ও লুটতরাজ করছে। এগুলো বন্ধে বক্তব্য তুলে ধরেছি।’

১৪ দল ইউনিফাইড। অতীতের মতো আগামী দিনেও আওয়ামী লীগের সঙ্গে আছি। আলাদাভাবেও আমরা ১৪ দলের শরিক দলগুলো ঐক্যবদ্ধ।-নজিবুল বশর মাইজভান্ডারী

‘সাম্প্রদায়িকতার বিস্তার হচ্ছে। স্কুল থেকে মাদরাসায় চলে যাচ্ছে ছাত্ররা। এ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা সংগ্রাম অব্যাহত রাখবো। সামাজ্যবাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। ১৪ দলকে স্পেস দিতে হবে। আমরা কথা বলতে চাই। এগোতে চাই।’

তার ভাষ্য, ‘গেল নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা ১৪ দলের প্রার্থীদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ইনু সাহেব, মাইজভান্ডারী ও বাদশা সাহেবের বিরুদ্ধে হয়েছে। আমরা এটা চাই না। নেত্রী ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। পার্টিতে আলোচনা করে পরবর্তী সংগ্রাম কর্মসূচি ঠিক করবো।’

জানতে চাইলে হাসানুল হক ইনু জাগো নিউজকে বলেন, ‘দীর্ঘ দিন পর বৈঠক হলো। অনেক দূরত্ব ছিল। এসব নিয়ে আলোচনা হয়েছে। সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। লুটপাট, দুর্নীতি, সুশাসনে ঘাটতি এবং সরকার উৎখাতের বিষয়ে ষড়যন্ত্র নিয়েও কথা হয়েছে। দেশি-বিদেশি চক্রান্ত মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকতে বলা হয়েছে। মনোমালিন্য ত্রুটি-বিচ্যুতি সমাধান করা দরকার। তবে মন্ত্রিপরিষদ নিয়ে আলোচনা হয়নি।’

বৈঠক বিষয়ে জানতে কথা হয় নজিবুল বশর মাইজভান্ডারীর সঙ্গেও। তিনি জাগো নিউজকে বলেন, ‘কিংস পার্টি নিয়ে আমরা কথা বলেছি। জামায়াতের নিবন্ধন বাতিলে মামলার বেনিফিশিয়ারি সরকার। অনেক অর্জন সরকারের হয়েছে। সরকার সব ভুলে গেছে। এগুলো হতে পারে না। বড় দলকে সম্মান করি। ছোটদের কেয়ারে রাখতে হবে। ১৪ দলের বিকল্প কিছু তৈরি করছে না সরকার। আমাদের কী ভোট আছে, কী নেই সেটা দেখে দলে নেয় নাই। ১৪ দলে আর নতুন কোনো দল নেওয়া হবে না। এ বিষয়ে আমরা একমত। আর কারও অন্তর্ভুক্তি গ্রহণ করবো না আমরা।’

তিনি বলেন, ‘১৪ দল ইউনিফাইড। অতীতের মতো আগামী দিনেও আওয়ামী লীগের সঙ্গে আছি। আলাদাভাবেও আমরা ১৪ দলের শরিক দলগুলো ঐক্যবদ্ধ।’

জাসদ একাংশের সাধারণ সম্পাদক শিরিন আক্তার বলেন, ‘দীর্ঘদিন পর জোটের মিটিং হয়েছে। সব বিষয়েই কথা হয়েছে। জোট নিয়ে অনেকে অনেক কথা বলেন, যেগুলো বলা উচিত নয়। বৈঠকে জোটের স্বার্থে এগুলো নিয়ে সবাই কথা বলেছেন।’

এদিকে, বৈঠকে সূচনা বক্তব্যে ১৪ দল নেতাদের শেখ হাসিনা বলেন, ‘আপনারা এসেছেন, ভালো হয়েছে। আমি খুশি হয়েছি। সবার কথা শুনবো। কীভাবে কি করা যায়।’ তিনি বলেন, ‘স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে আরও সুসংগঠিত হয়ে মানুষের কাছে যেতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছাড়া দেশের মানুষের কল্যাণ হবে না।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘গ্রেনেড হামলাকারী, ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি; ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে রোজই আন্দোলন, সরকার উৎখাতসহ নানা রকম হুমকি-ধমকি দেয়। যতক্ষণ জনগণ সঙ্গে আছে আমি ওসব কেয়ার করি না। তারপরও দেশে জ্বালাও-পোড়াও, অগ্নিসংযোগ; এগুলো যেন না করতে পারে। এগুলো যারা করবে, তাদের কোনো ছাড় নাই। যতই মুরুব্বি ধরুক, আর যাই ধরুক। এদের আমরা ছাড়বো না। মানুষের ক্ষতি যারা করবে, তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা অব্যাহত থাকবে।’

বৈঠক সূত্র বলছে, জাতীয় নির্বাচনের আগে কিছুটা অনমনীয় থাকলেও নির্বাচনের পর নানা কারণে এখন মহাজোট ইস্যুতে নমনীয় আওয়ামী লীগ। পাল্টেছে সুরও। বৈঠকে সে ইঙ্গিতই নাকি মিলেছে। তবে বাকিটুকু স্পষ্ট হবে আগামী দিনের কার্যক্রম ও কর্মসূচিতে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় বাস-ট্রাক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: দণ্ডপ্রাপ্ত ৬ আসামির হাইকোর্টে জামিন

দরকার হলে আমার জায়গায় অন্য কাউকে আনেন: শামীম ওসমান

Is usually Your Very long Distance Marriage Moving Too Fast?

Is usually Your Very long Distance Marriage Moving Too Fast?

বিএসটিআইয়ের অভিযানে লাখ টাকা জরিমানা, কারখানা সিলগালা

ভারতে মন্ত্রীকে গুলি করা সে পুলিশ কর্মকর্তা মানসিক রোগের চিকিৎসা নিচ্ছিলেন

ইউএনওকেই দুষছেন ‘জনতার’ হাতে মার খাওয়া সাব-রেজিস্ট্রার

বাংলাদেশের মানুষ যেভাবে চায় সেভাবেই নির্বাচন: ভারত

বিএনপির মিছিলের হারিকেন থেকে পেট্রলবোমা বের হওয়ার শঙ্কায় মানুষ: তথ্যমন্ত্রী

কাঁটাতারের বেড়া দুই দেশকে বিভক্ত করলেও ভাষাকে বিভক্ত করতে পারেনি: তথ্যমন্ত্রী