সোমবার , ১০ জুন ২০২৪ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

মেলোনির ডাকে সাড়া দিয়ে ইটালি যাবেন মোদি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুন ১০, ২০২৪ ৪:৪৫ পূর্বাহ্ণ

তৃতীয় বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। এ বার ‘প্রিয় বন্ধু’, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডাকে সাড়া দিয়ে সেই দেশে যাওয়ার প্রস্তুতি নরেন্দ্র মোদির।

তৃতীয় দফার প্রথম বিদেশ সফর হিসেবে ইটালিকেই বেছে নিলেন মেদি।  আগামী ১৪ জুন জি৭-ভুক্ত রাষ্ট্রগুলির ‘আউটরিচ’ অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে মেলোনির পাঠানো চিঠিতে সাড়া দিয়েছেন মোদি।

গত বছরের শেষে নরেন্দ্র মোদি দুবাইয়ে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের সময় মেলোনির সঙ্গে তোলা একটি সেলফিতে প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, ‘বন্ধুদের সঙ্গে দেখা করা সব সময়ই আনন্দের।’ মেলোনিও তাকে ‘প্রিয় বন্ধু’ হিসেবেই বর্ণনা করে এসেছেন বরাবর।

এ বার ইটালি গিয়ে মোদি স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং উন্নয়ন নিয়ে কথা বলবেন বলেই জানা গিয়েছে। আগামী দিনে ভারতের সঙ্গে ইটালির সম্পর্ক মজবুত করার ডাকও দেবেন।

ইটালি ছাড়াও নরেন্দ্র মোদিকে ‘সামিট অব পিস ইন ইউক্রেন’ কর্মসূচিতেও আমন্ত্রণ জানানো হয়েছে।  আগামী ১৬ জুন সেটি আয়োজিত হবে সুইজারল্যান্ডের বার্জেনস্টকে। তবে সেখানে তার উপস্থিত থাকার সম্ভাবনা কম।

 

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত